আবারও চোটের কবলে তাসকিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

কদিন আগেই কাঁধের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এরপর এই ইনজুরির মাঝেই বলের আঘাতে চোট পেয়েছিলেন তিনি। ফলে বেশ কয়েকটি সেলাই পড়েছিল আঘাতপ্রাপ্ত স্থানে।
রিহ্যাব কাটিয়ে বেশ সুস্থই হয়ে উঠেছিলেন এই ক্রিকেটার। আয়ারল্যান্ডে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ এ দলের হয়ে। সেখানে প্রথম ম্যাচ খেলতে নেমেই আবারও চোটের কবলে পড়েছেন তিনি।
৫ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে মাত্র ৫ ওভার বল করেছেন তাসকিন। বল হাতে দিয়েছেন ৪৫ রান। উইকেটের দেখা পাননি। এরপর হাতে বল লেগে চোটে পড়লে আর বোলিং করা হয়নি তাসকিনের।

তাসকিনের চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। বাংলাদেশ এ দল অবশ্য এই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে। তারা আয়ারল্যান্ড উলভসকে ৮৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে।
এর আগে গত ১৪ জুলাই আবাহনী লিমিটেডের মাঠে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন তাসকিন। ২৩ বছর বয়সী তাসকিনের ???নজুরি শুরু হয় চলতি বছরের শুরুতে। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে খেলতে গিয়ে পিঠে ব্যাথা পান তিনি।
এরপর তিন মাস ধরে পুনর্বাসন চালিয়ে যান এই ক্রিকেটার। বেশ কয়েকটি ইনজেকশনও নিতে হয়েছিল তাকে। সেই ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর আবারও নতুন ইনজুরির কবলে পড়লেন এই স্পিড স্টার।