promotional_ad

রুবেলের বোলিং তোপে অল আউটের শঙ্কায় ক্যারিবিয়ানরা

promotional_ad

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৪৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দুই দল।


এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে দেখে শুনে শুরু করেন দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল ও এভিন লুইস।


সপ্তম ওভারের প্রথম বলেই এভিন লুইসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন মাশরাফি বিন মর্তুজা। লুইস ১২ রান করে আউট হওয়ার পর ক্রিস গেইলের সাথে যোগ দেন সাই হোপ। এই দুজনের ব্যাটে ১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫০ ছাড়ায়।


ব্যক্তিগত ২৯ রান করা গেইলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। এরপর ২৫ রান করা শাই হোপকে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে আউট করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।


২৩ ওভার শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ১০০ ছাড়ায়। বোলিংয়ে এসে ১২ রান করা জেসন মোহাম্মদকে মুশফিকুর রহীমের ক্যাচ বানিয়ে আউট করেছেন রুবেল হোসেন। পঞ্চম উইকেটে বড় একটি জুটি গড়েন হ্যাটমিয়ার ও রভম্যান পাওয়েল।



promotional_ad

পাওয়েলকে সঙ্গে নিয়ে ৫৪ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন হ্যাটমিয়ার। চলতি সিরিজে এটি তার টানা দ্বিতীয় অর্ধশতক। পাওয়েলকে ব্যক্তিগত ৪৪ রানে বোল্ড করে নিজের দ্বিতীয় শিকার তুলে নিয়েছেন রুবেল হোসেন। ৪৩ তম ওভারের চতুর্থ বলে সীমানার কাছে হ্যাটমিয়ারের ক্যাচ ছেড়েছেন সাকিব আল হাসান।


এর পরের ওভারে বোলিংয়ে এসেই ৭ রান করা হোল্ডারকে নিজের শিকার বানিয়েছেন সাকিব। ৩ রান করা নার্সকে তামিমের ক্যাচ বানিয়ে আউট করেছেন মুস্তাফিজুর রহমান। কিমো পালকে ফিরিয়ে নিজের তৃতীয় শিকার তুলে নেন রুবেল হোসেন। হ্যাটমিয়ার অবশ্য মাত্র ৮৪ বলে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন।


৪৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৪১ রান।


বাংলাদেশ একাদশঃ


তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ,  মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মোর্তজা (অধিনায়ক),  রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।



ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ


ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, শিমরন হ্যাটমিয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পল, অ্যাশলি নার্স ও আলজারি জোসেফ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball