সাজঘরে ক্রিস গেইল

ছবি:

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৪৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দুই দল।
এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে দেখে শুনে শুরু করেন দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল ও এভিন লুইস।
সপ্তম ওভারের প্রথম বলেই এভিন লুইসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন মাশরাফি বিন মর্তুজা। লুইস ১২ রান করে আউট হওয়ার পর ক্রিস গেইলের সাথে যোগ দেন সাই হোপ। এই দুজনের ব্যাটে ১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫০ ছাড়ায়।

ব্যক্তিগত ২৯ রান করা গেইলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। ১৩.৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫৫ রান।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মোর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ
ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, শিমরন হ্যাটমিয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পল, অ্যাশলি নার্স ও আলজারি জোসেফ।