সেরা তিনের দাপটে ইংলিশদের পরই বাংলাদেশ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

সাম্প্রতিক পারফর্মেন্সের বিচারে ওয়ানডে ক্রিকেটে বর্তমানে সেরা দল ভারত। গত বিশ্বকাপের সেমি ফাইনালে খেলেছে তারা। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালিস্টও দলটি। তাছাড়া সম্প্রতি টানা ৯ টি দ্বিপাক্ষিক সিরিজে জয়ের রেকর্ড গড়েছে ভিরাট কোহলির দল।
ওয়ানডে বিশ্বকাপের গত আসরের পর থেকে ভারতের সাফল্যে সবচেয়ে বড় অবদান রেখেছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। বিশেষ করে উপরের সারির তিন ব্যাটসম্যান। শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও ভিরাট কোহলিরা এই জায়গায় দারুণ পারফর্মেন্স করেছেন।
বিশ্বকাপের পর ভারতের মোট রানের মধ্যে ৬২ শতাংশই এসেছে উপরের সারির তিন ব্যাটসম্যানদের ব্যাট থেকে। ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো সম্প্রতি একটি পরিসংখ্যান প্রকাশ করেছে।

সেখানে দেখা গেছে ওয়ানডে খেলুড়ে দলগুলোর মধ্যে ভারতের ব্যাটসম্যানরাই দলের মোট রানে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। ৫৩ শতাংশ অবদান রেখে এই তালিকার দুই নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের টপ অর্ডারের ব্যাটসম্যানরা দলের মোট রানে অবদান রেখেছেন ৫২ শতাংশ। ফলে এই তালিকায় তাদের অবস্থান যথাক্রমে তিন ও চার নম্বরে।পাকিস্তান ও ইংল্যান্ডের টপ অর্ডারও তাদের দলের মোট রানে বড় অবদান রেখেছেন।
তাদের অবদান ৪৯ শতাংশ করে। বাংলাদেশ দলের মোট রানেও সবচেয়ে বড় অবদান উপরের সারির তিন ব্যাটসম্যানের। বাংলাদেশের মোট সংগ্রহে ৪৮ শতাংশ অবদান রেখেছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা।
মূলত তামিম-সৌম্য-সাব্বিরদের ব্যাটেই সবচেয়ে বেশি রান এসেছে বাংলাদেশের। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় ওয়ানডে ক্রিকেট খেলা প্রায় প্রতিটি দলই তাদের টপ অর্ডারের ব্যাটসম্যানদের উপর নির্ভরশীল।