promotional_ad

সিরিজ জয়ের উৎসব নাকি অপেক্ষার প্রহর গণনা?

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানের ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ দল। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে মাশরাফি বিন মর্তুজার দল।


প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২ টায়। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। অন্যদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফিরতে মরিয়া স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।


বাংলাদেশ দল চলতি বছর শেষ ৬ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় পেয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজ শেষ ৫ ম্যাচের ৪ টিতেই হেরেছে। ফলে বোঝাই যাচ্ছে এই ম্যাচে মানসিক ভাবে এগিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।


টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় স্বস্তি ফিরে এসেছে বাংলাদেশ শিবিরে। দ্বিতীয় ম্যাচে জয় পেতে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহীমের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।


কারণ ব্যাট হাতে এই তিন জনই দুর্দান্ত পারফরমেন্স করেছেন সিরিজের প্রথম ম্যাচে। তামিম তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। যদিও সাকিব মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন।



promotional_ad

শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহীম। তাছাড়া বল হাতেও দুর্দান্ত ফর্মে আছেন মাশরাফি বিন মর্তুজা ও মুস্তাফিজুর রহমানরা।


সিরিজের প্রথম ম্যাচে মাশরাফি ৪টি ও মুস্তাফিজুর ২ টি উইকেট দখল করেছিলেন। আর তাতেই জয় নিশ্চিত হয়েছিল বাংলাদেশ দলের। দ্বিতীয় ম্যাচেও যে টাইগার বোলাররা ক্যারিবিয়ানদের ভোগাবেন তা বলার অপেক???ষা রাখে না।


ভেন্যুঃ প্রভিডেন্স স্টেডিয়াম, গায়েনা।


পিচ ও কন্ডিশনঃ প্রভিডেন্সের উইকেট বরাবরই স্লো। আউটফিল্ডও ব্যাটসম্যানদের জন্য আদর্শ নয়। এখানে বল ব্যাটে আসে দেরিতে। ফলে দুই দলের ব্যাটসম্যানদের দেখে শুনে খেলতে হবে। উইকেট থেকে পেসাররা অনেক সুবিধা পাবেন।


বাউন্স ও সুইং আদায় করে নিতে পারবেন তারা। ফলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দুই দলই দুইয়ের অধিক পেসার নিয়ে একাদশ সাজাতে পারে। আবহাওয়া বার্তা মতে গায়েনাতে বুধবার বৃষ্টির সম্ভাবনা আছে। সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। 



বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, সাব্বির রহমান,  মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।


ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য)- ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, শিমরন হেটমায়ের, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেভেন্দ্র বিশু, আশলে নার্স ও আলজারি জোসেফ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball