বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় এই ক্রিকেট মহাযজ্ঞ। এশিয়া কাপের গত আসরটি অনুষ্ঠিত হয়েছে টি২০ ফরম্যাটে।
তবে আরব আমিরাতে অনুষ্ঠিত এবারের আসরটি অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। গ্রুপ পর্বে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে। বাংলাদেশ দল বি গ্রুপের হয়ে খেলবে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই পর্দা উঠবে জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্টের।

‘বি’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গী আফগানিস্তান। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সাথে খেলবে বাছাই পর্ব পেরিয়ে আসা দল। এশিয়া কাপের মূল টুর্নামেন্ট শুরুর আগে ৬ দল নিয়ে মাঠে গড়াবে বাছাই পর্ব।
বাছাইপর্বে লড়বে হংকং, মালেয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও সিঙ্গাপুর। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোর পর্বে। সেখানে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে পরস্পরের। শীর্ষ দুই দলের মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবি স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ও ফাইনালসহ টুর্নামেন্টের 8টি ম্যাচ হবে দুবাইয়ে। আবু ধাবিতে হবে ৫টি ম্যাচ।