জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ সিলেটে?

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

আগামী অক্টোবরে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। কয়েক দিনের মধ্যেই এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করবে দুই দেশের ক্রিকেট বোর্ড।
এদিকে, জিম্বাবুয়ে সিরিজের বেশ কয়েকটি ম্যাচ ঢাকার বাইরে আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের বিবেচনায় আছে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
এখানে জিম্বাবুয়ে সিরিজের এক বা একাধিক ম্যাচ আয়োজন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিরিজ দিয়েই টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে পারে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের।

কদিন আগেই এই স্টেডিয়ামে বাংলাদেশ এ দলের বিপক্ষে শ্রীলঙ্কা এ দলের মধ্যকার ১টি চারদিনের ম্যাচ ও ৩ টি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই সিরিজটি সফল আয়োজনের পর স্টেডিয়ামের কর্মকর্তাদের প্রত্যাশা আরও বেড়েছে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলতি বছরই শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের একটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তাছাড়া, গত বিপিএলে ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি বেশ কিছু ম্যাচ আয়োজন করা হয়েছিল এখানে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যপক পরিকল্পনা রয়েছে। একথা অনেক বারই সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বলেছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল। এই পরিকল্পনার অংশ হতে পারে জিম্বাবুয়ে সিরিজও।