promotional_ad

সাকিব-তামিমদের ধীরে চলো নীতিই চেয়েছিল দল

ছবিঃ সাকিব-তামিম
promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন দুই টাইগার ব্যাটসম্যান সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিব ৯৭ রান করে ফিরে গেলেও তামিম ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত ছিলেন ১৩০ রান করে।


তবে, তাদের ধীর গতির ব্যাটিং নজর কেড়েছে সবার। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন সাকিব-তামিমদের কল্যাণেই দলের সংগ্রহ এতো বড় হয়েছে। নাহলে টাইগারদের ইনিংস থামতে পারতো ২২০ রানে।


"যদি তারা (সাকিব-তামিম) এভাবে ব্যাট না করতো এই টার্নিং উইকেটে, আমাদের ইনিংস শেষ হতে পারতো ২২০ রানে। আমরা কমপক্ষে ২৫০ নিশ্চিত করতে চাইছিলাম। এই উইকেটে যা অনেক কঠিন ছিল। তারা অযথা সময় নষ্ট করেনি। তারা যেভাবে চাইছিল সেভাবেই ব্যাট করেছে।"



promotional_ad

দ্বিতীয় উইকেটে সাকিব ও তামিম ২০৭ রানের জুটি গড়েছিলেন। এই দুইজনের ব্যাটিংয়ের প্রশংসা করে মাশরাফি বলেছেন, "যদি তাদের স্পিনাররা একটি অথবা দুটি উইকেট তুলে নিত তবে আমরা বিপদে পড়ে যেতাম। আমি মনে করি সাকিব ও তামিম দারুণ ব্যাট করেছে।"


জয়ের ব্যাপারে শুরু থেকেই আত্মবিশ্বাস ছিল মাশরাফির। সিরিজের আগের ম্যাচগুলো নিয়ে পড়ে না থেকে সামনের ম্যাচগুলোর দিকে নজর দেয়ার জন্য সতীর্থদের আহ্বান করেছেন এই টাইগার অধিনায়ক।


"আমি আত্মবিশ্বাসী ছিলাম। যদি আমরা চিন্তা করি এই সফরে আমাদের কি হয়েছে, তাহলে যেতা সম্ভব না। এটা আমাদের আরো আগেই দেখানো উচিত ছিল। এখন আমাদের এটি ধরে রাখা জরুরী। আমার বিশ্বাস ছিল যে একটি অথবা দুটি ভালো ইনিংস দৃশ্যপট বদলে দিতে পারে। ২৮০ ডিফেন্ড করার মতো ভালো বোলিং আক্রমণ আমাদের রয়েছে।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball