promotional_ad

বিশ্বকাপে পারফর্মেন্স ধরে রাখার আশ্বাস সালমার

promotional_ad

বাংলাদেশ নারী ক্রিকেট দলের চিত্রটাই বদলে গেছে হুট করে। চলতি বছরের মে মাসে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরেছিলেন সালমা-জাহানারার।


এরপর টাইগ্রেসরা খেলতে যায় মালয়েশিয়ায় নারীদের টি২০ এশিয়া কাপে। সেখান থেকেই বদলে যাওয়ার শুরু। টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে গিয়ে চমকে দেয় দেশবাসীকে। এরপর শিরোপাও নিজেদের করে নেয় তারা।


বাংলাদেশের মেয়েরা এশিয়ার নারী দলের শ্রেষ্ঠত্ব নিয়ে দেশে ফিরে ট্রফি হাতে। এরপর আয়ারল্যান্ডকে দ্বিপক্ষীয় সিরিজে হারিয়ে অংশ নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়লিফাইং পর্বে। সেখানেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টি২০ বিশ্বকাপ খেলার টিকেট পায় বাংলাদেশ নারী দল।



promotional_ad

বাংলাদেশ নারী দলের টি২০ অধিনায়ক সালমা খাতুন জানিয়েছেন, অল্প সময়ের মধ্যে এতো সাফল্য ধরে রাখা কঠিন। তারপরও তারা চেষ্টা করছেন। কদিন পরেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে মেয়েদের টি২০ বিশ্বকাপ।


সেখানে ম্যাচ বাই ম্যাচ এগুনোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশ নারী দলের। বিশ্বকাপকে সামনে রেখে আশার বাণী শুনিয়েছেন নারী দলের এই অধিনায়ক। বিশ্বকাপে এই ধারাবাহিক পারফর্মেন্স ধরে রাখার ইচ্ছে তার দলের।


"দুই মাসের মধ্যে এতোগুলো সাফল্য আসলে ধরে রাখা খুব কঠিন। তারপরও আমরা অনেক চেষ্টা করছি। বিশ্বকাপে আমরা যখন যাবো, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবো। বিশ্বকাপে এই পারফরমেন্সটা ধরে রাখার চেষ্টা করবো। বাংলাদেশকে কিছু দিতে পারবো আশা করছি।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball