ভারতকে ছাড়ালো পাকিস্তান

ছবি: ছবিঃ সিরিজ জয়ী পাকিস্তান দল

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তান ক্রিকেট দল। আর এই হোয়াইট ওয়াশ দিয়ে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছে সরফরাজ আহমেদের দল।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশিবার হোয়াইট ওয়াশ করার রেকর্ড এখন পাকিস্তানের দখলে। এই রেকর্ডে তারা পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। ভারতীয়রা প্রতিপক্ষকে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৬ বার হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়েছে।
রবিবার পাকিস্তান জিম্বাবুয়েকে হারিয়ে সপ্তম হোয়াইটওয়াশের রেকর্ড গড়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তান সবচেয়ে বেশিবার হোয়াইটওয়াশ করেছে জিম্বাবুয়েকে।

২০০২, ২০০৮ এবং সবশেষ চলতি বছর আবারও তাদের লজ্জায় ডুবিয়েছে পাকিস্তান। ৫ ম্যাচ সিরিজে পাঁচবার হোয়াইট ওয়াশ করে এই তালিকায় তিন নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা।
আর ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে চারবার করে। পাঁচ ম্যাচ সিরিজে কোনো দলকে হোয়াইট ওয়াশ করতে না পারলেও দুইবার হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জায় পড়েছে বাংলাদেশও।
২০০৩ ও ২০০৮ সালে পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। তাছাড়া, ২০০৩ সালে নিউজিল্যান্ডকে এবং ২০১৭ সালে শ্রীলঙ্কাকে পাঁচ ম্যাচ সিরিজে শূন্য হাতে ফিরিয়েছিল পাকিস্তান।