পরিস্থিতি অনুযায়ী খেলাই সবচেয়ে বড় প্রাপ্তিঃ বাশার

ছবি:

গায়ানার মন্থর উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন সাকিব-তামিমরা। সেই পরীক্ষায় সফল হয়েছেন এই দুই টাইগার ক্রিকেটার। শুরুতে এনামুল হক বিজয়ের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে দ্বিশত রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথ গড়েন তারা।
গায়েনার প্রভিডেন্স স্টেডিয়ামের উইকেটের আচরণ ও পরিস্থিতি বুঝে ব্যাটিং করাকেই সবচেয়ে ‘বড় প্রাপ্তি’ বলে মনে করেন টাইগারদের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
"দেখুন ম্যাচে আমাদের মূল চ্যালেঞ্জ ছিল মানিয়ে নেওয়া। প্রথম ১০ ওভারে আমরা মাত্র ৩১ রান করেছি। উইকেট স্লো ছিল। আমরা জানি তামিম সাকিবের স্বভাববিরুদ্ধ খেলা এটা।আমি খুব খুশি হয়েছি যে এই সময় ওরা মারতে গিয়ে আউট হয়নি। এই অবস্থায় শেষের দিকে রান করা যায়, এটা তারা বুঝে নিয়েছিল। মূল্যায়ন করাটা গুরুত্বপূর্ণ ছিল। যে সব উইকেটে সব শট খেলা যায়না। ওরা যদি এত ওভার পর্যন্ত না থাকতো, তাহলে রান করা কঠিন ছিল। কেননা নতুন কারও জন্য থিতু হওয়া কঠিন ছিল। ম্যাচের অবস্থা বুঝে খেলাটা খুব দরকার ছিল, এখানে আমরা সফল।"

আগে ব্যাট করে ২৭৯ রান গড়ার পর টাইগার বোলাররা স্বাগতিকদের মাত্র ২৩১ রানে আটকে দিয়েছেন। বাশার মনে করেন কন্ডিশন অনুযায়ী টাইগার বোলাররা অনেক ভালো করেছেন।
"কন্ডিশন অনুযায়ী আমরা খুব ভাল বোলিং করেছি। ২০০৭ সালেও দেখেছি এই ধরনের উইকেটে আমরা ভাল করি। একটু চিন্তিত ছিলাম, কন্ডিশন পরিবর্তন করে কিনা তা নিয়ে।তবে বোলাররা খুব ভাল ব্যবহার করেছে কন্ডিশনের। যেখানে বল করা দরকার সেখানেই করছে।"
প্রথম ম্যাচে জয় পেলেও সিরিজের দ্বিতীয় ম্যাচটিকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাতীয় দলের এই নির্বাচক। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিততে হলে আরও উন্নতি প্রয়োজন বলে বিশ্বাস তার।
"সিরিজ জয়ের কথা এখনই বলতে পারছিনা। তবে দ্বিতীয় ম্যাচটি গুরুত্বপূর্ণ। যেকোনো সিরিজে প্রথম ম্যাচ জেতাটা স্বস্তি দেয়। ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট ভাল দল। সিরিজ জিততে হলে আমাদের আরও উন্নতির দরকার।"