অভিজ্ঞতার সাঁকো বেয়ে এলো কাঙ্ক্ষিত জয়

ছবি:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। মুলত টাইগারদের অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরমেন্সেই ধরা দিয়েছে এই জয়। দুর্দান্ত জয়ের ফলে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
দলের জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি একাই তুলে নিয়েছেন ৪ টি উইকেট। বাংলাদেশের দেয়া ২৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট ৫০ ওভারে সংগ্রহ করেছে ৯ উইকেট হারিয়ে ২৩১ রান। শুরু থেকেই ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের চাপে রাখেন টাইগার বোলাররা।
ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইলের ৪০ রান শিমরন হ্যাটমিয়ারের ৫২ রান ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি টাইগার বোলারদের সামনে। তবে দশম উইকেট জুটিতে ৫৯ রান যোগ করে শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন দেবেন্দ্র বিশু ও আলজারি জোসেফ।

বিশু ও জোসেফ দুজনই ২৯ রান করে অপরাজিত থাকেন। মাশরাফির ৪ উইকেট ছাড়াও ২ টি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১ টি করে উইকেট দখল করেছেন মেহেদী হাসান ও রুবেল হোসেন।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র দলীয় ১ রানেই ওপেনার এনামুল হকের উইকেট হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেটে ২০৭ রান যোগ করেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
সাকিব ৯৭ রান করে আউট হলেও তামিম তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৬০ বলে ১৩০ রানের ইনিংস খেলে। মাঝে ৪ বলে ৩ রান করে সাব্বির ও ১১ বলে ঝড়ো ৩০ রানের ইনিংস খেলে আউট হন মুশফিকুর রহীম।
মাহমুদুল্লাহ ৪ রান নিয়ে অপরাজিত থাকেন। ফলে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ টি উইকেট নেন দেবেন্দ্র বিশু। তাছাড়া ১ টি করে উইকেট যায় আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারের ঝুলিতে।