জুলাইতেই 'এ' দলের বিদেশ সফর

ছবি: সিলেটে শ্রীলংকা 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটাররা

ব্যস্ত সময় যাচ্ছে বাংলাদেশ 'এ' দলের। শ্রীলংকা 'এ' দলের বিপক্ষে সিলেটে দারুণ সময় কাটাচ্ছে তারা। দেশের মাটিতে খেলার পরে বিদেশের মাটিতেও খেলতে হবে তাদের।
লঙ্কান 'এ' দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচ খেলার পর রবিবার দিন ওয়ানডে সিরিজও শেষ হচ্ছে 'এ' দলের। এরপরেই আয়ারল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল।
শনিবার এই প্রসঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। চলতি মাসের ২৬ বা ২৭ তারিখেই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তারা।

'ক্রিকেটারদের এখন অনেক ব্যস্ত সময় যাচ্ছে। মূল দল বর্তমানে সবাই ওয়েস্ট ইন্ডিজে রয়েছে। শ্রীলঙ্কার সাথে দেশে আমরা খেলেছি। এরপর আয়ারল্যান্ডে যাবো। সবকিছু নিয়ে নির্বাচকদের সাথে আলাপ আলোচনা হয়েছে।
'শ্রীলঙ্কা সিরিজের পর পরই আয়ারল্যান্ডে ২৬ অথবা ২৭ তারিখে যাবে 'এ' দল। আলাপ আলোচনা করা হচ্ছে ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে, যারা এখানে ভালো খেলছে। এরপরে আয়ারল্যান্ডে ওয়ানডে এবং টি টুয়েন্টি আছে। এসব বিষয় নিয়েই আলোচনা চলছে।'
আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচে অংশ নিবে বাংলাদেশ 'এ' দল। জানিয়ে রাখা ভালো, শ্রীলংকা 'এ' দলের বিপক্ষে ঘুরিয়ে ফিরিয়ে ২০ জনের বেশি ক্রিকেটারকে সুযোগ দিয়েছে নির্বাচকরা।