promotional_ad

এবার বলের ওপর দোষ চাপালেন নান্নু!

promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে যে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলেছিলো বাংলাদেশ ক্রিকেট দল সেই ম্যাচের উইকেট ছিলো যথেষ্ট ব্যাটিং সহায়ক। পাশাপাশি সেই উইকেটে বাউন্স এবং সুইংও তেমন ছিলো না।


কিন্তু অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ছিলো ঠিক তার বিপরীত। উইকেট থেকে যেন কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলরা সুবিধা পান সেই ব্যবস্থাই করেছিলেন কিউইরেটররা।


বানিয়েছিলেন দারুণ বাউন্সি উইকেট। আর সেই উইকেটেই কুপোকাত হয়েছে টাইগার ব্যাটসম্যানেরা। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও মনে করছেন এমনটাই।


অধিনায়ক সাকিব আল হাসানের মতো তিনিও উইকেটের কথা বলেছেন। এমনকি এক্ষেত্রে বলের ওপরও দোষ চাপিয়েছেন নান্নু। তাঁর মতে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা ডিউক বলে খেলে অভ্যস্ত থাকায় সুবিধা পেয়েছেন বেশি।



promotional_ad

অপরদিকে বাংলাদেশের ক্রিকেটাররা বরাবরই খেলে থাকেন কুকাবুরা বল দিয়ে। আর ডিউই বলের থেকে কুকাবুরা বল অনেক কম সুইং করে। এই প্রসঙ্গে একাত্তর টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নান্নু বলেছেন,


'প্রস্তুতি ম্যাচের পিচের সাথে টেস্ট ম্যাচের পিচের অনেক ফারাক ছিলো এবং যে স্ট্যান্ডার্ডের পিচ আমরা দেখলাম যে সুইং করছে, বাউন্স বেশি করছে। আর ওদের বোলাররা ডিউক বলে খেলে অভ্যস্ত। কিন্তু আমরা কুকাবুরা বলে খেলে অভ্যস্ত, ডিউক বলে নয়। ডিউক বল কিন্তু অনেক সুইং করে আমরা সবাই জানি।'


ওয়েস্ট ইন্ডিজের বাউন্সি ট্র্যাকে নিজেদের মানিয়ে নিতে না পারাকেও দায়ী করেছেন নান্নু। যদিও এতটা ব্যাটিং বিপর্যয় হবে সেটি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি। টাইগারদের প্রধান নির্বাচক বলছিলেন,


'ইংল্যান্ডে এটি (ডিউক বল) কাজে আসলেও, ওয়েস্ট ইন্ডিজে আমাদের জন্য এটি কার্যকরী নয়। সেই হিসেবে আমার মনে হয়, এই বাউন্সি ট্র্যাকের জন্যই আম??া ব্যাকফুটে চলে গিয়েছি। তবে এতটা বিপর্যয় যে হবে এটা ভাবিনি।'



দীর্ঘ ৪ বছর পর ক্যারিবিয়ানদের মাটিতে টেস্ট খেলতে যেয়ে যেভাবে নাস্তানাবুদ হতে হচ্ছে বাংলাদেশকে সেটি আসলেই অনেক হতাশাজনক। তবে সামনে আরও অনেক বেশি কঠিন সময় অপেক্ষা করছে টাইগারদের জন্য বলে মনে করছেন নান্নু। তাঁর ভাষায়,


'অনেক বছর পরে আমরা ওয়েস্ট ইন্ডিজ গিয়েছি টেস্ট ম্যাচ খেলতে। সে হিসেবে আমি মনে করি অবশ্যই চ্যালেঞ্জিং হবে। খুব একটা সহজ হবে না সেটি আগে থেকেই জানতাম, তবে সামনের ম্যাচগুলোটতে আমরা ইতিবাচক ক্রিকেট খেলার আশা করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball