সর্বনিন্ম স্কোরের লজ্জা পেল সাকিবরা

ছবি:

অনেক আশা নিয়ে উইন্ডিজদের মাটিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম টেস্টে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন ব্যাটসম্যানরা।
কিন্তু প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যে পারফর্ম করেছিল তার দশ ভাগও দেখা যায়নি অ্যান্টিগা টেস্টে। সিরিজের প্রথম টেস্টে লজ্জার রেকর্ড গড়েছে টাইগাররা
এদিন উইন্ডিজ বোলার কিমার রোচ এবং মিগুয়েল কামিন্সের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সাকিব-তামিমরা। দলীয় মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় টাইগার শিবির।

যা বাংলাদেশ দলের টেস্টে সর্বনিন্ম দলীয় স্কোর। এর আগে বাংলাদেশের সরবনিন্ম স্কোর ছিল ৬২। ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে কলম্বোতে করেছিল তারা।
এরপরের স্কোরটিও তাদের সঙ্গে। একই ভেন্যুতে মাত্র ৮৬ রানে গুটিয়ে গিয়েছিল হাবিবুল বাশারের দল। ২০০২ সালে এই উইন্ডিজদের বিপক্ষেই ঢাকা টেস্টে মাত্র ৮৭ রানে অল আউট হয়েছল বাংলাদেশ দল।
আর গেল বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ৯০ রানে অল আউট হয় বাংলাদেশ। অবশ্য এখন পর্যন্ত ৯০ রানে ২ বার অলআউট হয়েছে বাংলাদেশ।
আরেকবার ২০০১ সালে সেই শ্রীলংকার বিপক্ষেই। আর টেস্টে এই নিয়ে এখন পর্যন্ত মোট ১০ বার ১০০'র নীচে অলআউট হয়েছে টাইগাররা।