অ্যান্টিগা টেস্টেই রেকর্ড বুকে নাম লেখাবেন তামিম?

ছবি:

প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৪০০০ রানের ক্লাবে যোগ দেয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। আর আসন্ন উইন্ডিজ সফরেই রেকর্ডটি নিজের করে নিতে পারেন তিনি।
উইন্ডিজদের বিপক্ষে বুধবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টেই নিজের এই মাইল ফলক ছুঁয়ে ফেলতে পারেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশী রানও তার। আর মাত্র ১৫ রান করলেই ৪০০০ রানের মালিক হবেন তিনি। মোট ৫৪ টেস্টে ৩৯৮৫ রানের মালিক এই বাঁহাতি ওপেনার।

টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তিনি। রঙ্গিন পোশাকে প্রথম বাংলাদেশী হিসেবে ৪হাজার ৫ হাজার এবং ৬ হাজার রানের মালিকও তিনি।
এখন পর্যন্ত মোট ১৭৯টি ওয়ানডে ম্যাচে মোট ৬০১৮ রান করেছেন তিনি। টি-টুয়েন্টিতেও সবচেয়ে বেশী রান তার। ৬৯ ম্যাচে ১৪৯০ রান করেছেন এই ওপেনার। প্রথম বাংলাদেশী হিসেবে এই ফরম্যাটে সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি।
এদিকে টেস্টে তামিমের পর এই তালিকায় আছেন মুশফিকুর রহিম। ৩৬৩৬ রান করেছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। তিন নম্বরে অবস্থান করছেন সাকিব আল হাসান। তার রান ৩৫৯৪।