অধিনায়কত্বে ফিরছেন ডেভিড ওয়ার্নার

ছবি:

নিশেধাজ্ঞার কারণে ১ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে হবে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে। সঙ্গে কখনও অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে পারবেন না তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া এই ক্রিকেটার বর্তমানে ব্যস্ত আছেন ক্যানাডার গ্লোবাল টি-টুয়েন্টি লীগ নিয়ে। আর হুট করেই অধিনায়কত্বের ভাগ্যও খুলে গিয়েছে তার।
সেখানে উইনিপেগ হকসের হয়ে লীগ মাতাচ্ছিলেন ওয়ার্নার। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

কিন্তু হুট করেই কোন কারণ না জানিয়ে লীগ ছেড়ে দেশে ফিরে গিয়েছেন এই অলরাউন্ডার। যেকারণে হকদের অধিনায়কত্ব করার দায়িত্ব পরেছে ওয়ার্নারের উপর।
আর তাকে দায়িত্ব দেয়ার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন হকসের কোচ পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। সেখানে ওয়ার্নারের অধিনায়কত্ব করার ব্যাপারটি নিয়ে কথা বলেন তিনি। ওয়াকার জানান,
অধিনায়ক হিসেবে ওয়ার্নার বরাবরই ভালো। সে দারুণ একজন লিডার। সে দলের জন্য খেলে থাকে। আইপিএলে তার লিডারশিপ আমরা দেখেছি। সে দল এবং দলের ক্রিকেটারদের জন্য সবসময় থাকে।
২০১৬ সালে ওয়ার্নারের অধীনে প্রথম বারের মত আইপিএলের শিরোপা ঘরে তুলে সানরাইজার্স হায়দ্রাবাদ। এছাড়াও অস্ট্রেলিয়াকে এখন পর্যন্ত ১২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। যেখানে ১১টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দল।