যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ

ছবি:

চলতি মাসের ৪ তারিখ টেস্ট সিরিজের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ এবং উন্ডিজদের মধ্যকার লড়াই। টেস্ট সিরিজটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ হারলেই র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খাবে টাইগাররা।
আর আসন্ন সিরিজের সবকটি ম্যাচ সম্প্রচার করবে সনি সিক্স এবং সনি সিক্স এইচডি। এই দুটি চ্যানেল ছাড়াও ফক্স স্পোর্টস, স্কাই স্পোর্টস, উইলো টিভি এবং স্টার ক্রিকেটে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে।
এছাড়াও গাজি টিভি এবং চ্যানেল নাইন সরাসরি সম্প্রচার করবে সিরিজটি। পাশাপাশি মোবাইল থেকে র্যাবিটহোল অ্যাপের মাধ্যমে বাংলাদেশের দর্শকরা ম্যাচটি দেখতে পারবেন।
বাংলাদেশের টেস্ট স্কোয়াডঃ

সাকিব আল হাসান (অধিনায়ক) তামিম ইকবাল, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী।
স্ট্যান্ড বাইঃ
ইয়াসিন আরাফাত মিশু, আবু হায়দার রনি, নাইম হাসান, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।
উইন্ডিজ স্কোয়াডঃ
জেসন হোল্ডার দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রাথওয়েট, রস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডরউইচ, শ্যানন গ্যাবরিয়েল, শিমরন হেটমিয়ার, শাই হোপ, কিমো পল, কিরন পাওয়েল, কিমার রোচ, ডেভন স্মিথ