কে জানে, বাংলাদেশ বিশ্বকাপ জিততেও পারেঃ তামিম

ছবি:

স্বাগতিক ইংল্যান্ডকে আসন্ন বিশ্বকাপের অন্যতম ফেভারিট মনে করেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। সেই সঙ্গে ভারতকেও এগিয়ে রাখছেন এই ওপেনার।
তবে তামিম মনে করেন বাংলাদেশ তাদের সামর্থ্যের সবটুকু দিতে পারলে ভালো কিছু করে দেখাতে পারবে। ইংলিশ কন্ডিশনে গেল বারের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফর্মেন্স আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে।
এছাড়াও ১৯৯৬ সালে শ্রীলংকা দলের বিশ্বকাপ ঘরে তুলার উদাহরণ টেনে বিশ্বকাপে যে কোন দলই ফেভারিট বলেও দাবি করেন এই বাঁহাতি ওপেনার। আর নিজের দেশ বাংলাদেশকেও তাই বিশ্বকাপের জন্য কম করে দেখছেন না তিনি।

মঙ্গলবার আইসিসির প্রকাশিত এক ভিডিওতে আলাপকালে এসব নিয়েই কথা বলেছেন তামিম ইকবাল। সেখানে বিশ্বকাপে জয়ের ব্যাপারে দেশ সেরা এই ওপেনার জানান,
'টুর্নামেন্টে ইংল্যান্ড ফেবারিট দলগুলোর মধ্যে একটি। ভারতও রয়েছে এই তালিকায়। আর আপনি কখনোই বলতে পারবেন না অঘটনের ব্যাপারে।
১৯৯৬ সালে কেউ ভাবতেও পারেনি শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতবে। সুতরাং আপনি কখনোই নিশ্চিত করে কিছু বলতে পারেন না। বাংলাদেশও জিততে পারে।'
ইংল্যান্ডের মাটিতে আবারও ভালো কিছু করবে বাংলাদেশ। বিশ্বকাপ জয়ের মাইন্ডসেট নিয়েই মাঠে নামবে টাইগাররা। আর নিজেদের সেরাটা দেয়ার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী এই ওপেনার। তিনি আরও জানান,
'আমি যখনই খেলতে আসি তখনই নিজেকে প্রশ্ন করতে চাই যে ট্রফি জেতার জন্য আমি আমার মাইন্ডসেট নির্ধারণ করেছি কিনা। আমরা শুধুই আমাদের সেরাটা দিতে পারবো দেখা যাক আমাদের আশা কতটা পূরণ হয়।'