বিশ্বকাপ সেমিফাইনালের পথটা কঠিনঃ তামিম

ছবি:

ইংলিশ কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফর্ম করেছিল বাংলাদেশ দল। দলীয় পারফর্মেন্সের সুবাদে প্রথম বারের মত আইসিসির বৈশ্বিক কোন আসরে সেমিফাইনাল খেলেছিল টাইগাররা।
আর চ্যাম্পিয়ন্স ট্রফির পারফর্মেন্সই আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে। কারণ আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ইংল্যান্ডেই হবে। তাই ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো করার ব্যাপারে আশাবাদী জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।
ইংল্যান্ডের মাটিতে বরাবরই ভালো পারফর্ম করে টাইগাররা। আর এখানকার দর্শকরাও বাংলাদেশকে অনেক সমর্থন দিয়ে থাকেও বলে জানান তিনি। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে আইসিসির প্রকাশিত এক ভিডিওতে এসব নিয়েই কথা বলেছেন তামিম। তামিমের ভাষায়,
'এটি ক্রিকেটের সবথেকে বড় ইভেন্ট। গত বছর আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ খেলেছিলাম। একটি দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমি আসলেই এখানে খেলতে মুখিয়ে আছি।

ইংল্যান্ডে খেলা সর্বদাই স্পেশাল। আমি সবসময় ইংল্যান্ডকে নিজেরই আরেকটি দেশ হিসেবে মনে করি। কারণ এখানে প্রচুর বাংলাদেশি রয়েছে। আর আমরা অনেক সমর্থন পেয়ে থাকি।
এমনকি সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন আমরা ইংল্যান্ডের বিপক্ষে খেলছিলাম সেসময় ইংল্যান্ডের থেকে আমাদের সমর্থকের সংখ্যা বেশি ছিলো। এসব কিছুই আমাকে অনেক রোমাঞ্চিত করে এবং ইংল্যান্ডে খেলতে উৎসাহ দেয়। আমি এই সুযোগ নিতে মুখিয়ে আছি।'
এছাড়াও তামিম মনে করেন যেখানেই খেলা হোক না কেন চাপের মধ্যে থাকাটা স্বাভাবিক। তবে এই চাপের মধ্যেই আপনাকে ভালো খেলতে হবে। আর বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে অন্তত পাঁচ থেকে ছয়টা ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
সেমিফাইনালের পথটা কঠিন হবে তাদের জন্য। এখনও বাংলাদেশের কাছে এক বছর সময় আছে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য বলেও জানান তামিম। তার ভাষায়,
'দেশে কিংবা বিদেশে যেখানেই খেলেন না কেন চাপ সবসময়ই থাকবে। তবে আপনার শুধুই ভালো খেলতে হবে। এবার ভিন্ন ফরম্যাটে খেলা হবে। গ্রুপ স্টেজের আগে লিগ স্টেজে খেলা হবে। আমি মনে করি এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং একটি ফরম্যাট হবে।
কারণ আমাদের ৪ থেকে ৬টি ম্যাচ জিততে হবে সেমিফাইনালে যাওয়ার জন্য। তবে আমি মনে করি আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এখনও একটি বছর বাকি রয়েছে।
এই সময়ের মধ্যে আমাদের যে কয়টি সিরিজ বাকি রয়েছে সেগুলোতে ভালো খেলে আমরা আমাদের আত্মবিশ্বাস বিশ্বকাপে নিয়ে যেতে চাই।'