টানা পাঁচ ওভার বোলিং করলেন মাশরাফি

ছবি:

উইন্ডিজ সফরের জন্য নিজেকে পুরোদমে প্রস্তুত করছেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তোজা। প্রতিপক্ষকে কোনপ্রকার ছাড় দিতে নারাজ এই টাইগার কাপ্তান।
যেকারণে অনুশীলনে নিজের সেরাটাই দিচ্ছেন মাশরাফি। যার প্রমান দেখা মেললো সোমবার মিরপুরে তার অনুশীলনের সময়।
এদিন টানা পাঁচ ওভার নেটে বোলিং করেছেন এই ডানহাতি পেসার। এরপর খানিকক্ষন বিরতি নিয়ে আবারও বোলিং করতে আসেন তিনি। মূলত ম্যাচের পরিস্থিতির কথা মাথায় রেখেই টানা পাঁচ ওভার বোলিং করেছেন মাশরাফি।

মাশরাফির পাশাপাশি রবিবার থেকে অনুশীলন শুরু করেছেন আরেক টাইগার পেসার তাসকিন আহমেদও। ইনজুরি থেকে সেরে উঠতে সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
তাসকিনের আশা উইন্ডিজদের মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজে টাইগার দলে জায়গা করে নিবেন তিনি। যেকারণে পুরোদমে নিজেকে প্রস্তুত করছেন এই ডানহাতি পেসার।
এদিকে ইনজুরি থেকে অনেকখানি সেরে উঠেছেন মুস্তাফিজুর রহমান। উইন্ডিজদের মাটিতে ওয়ানডে সিরিজে খেলতে যাওয়ার আগে বাঁহাতি এই পেসার যাবেন সিলেটে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলতে।