ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন বিজয়?

ছবি:

দীর্ঘদিন পর এবছর শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে দলে ফিরেছিলেন উইকেট রক্ষক এনামুল হক বিজয়। কিন্তু পারফর্ম করতে না পারায় আবারও বাদ পরতে হয় তাকে।
তবে এবার হয়তো আবারও ভাগ্য খুলতে পারে এই ডানহাতি ব্যাটসম্যানের। শোনা যাচ্ছে উইন্ডিজদের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে দলে ডাক পেতে পারেন এই টাইগার ব্যাটসম্যান।
আর সেই জন্যই তাকে পরখ করে দেখতে শ্রীলংকা 'এ' দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ 'এ' দলে ডাকা হয়েছে তাকে। দুতই দলের সঙ্গে যোগ দিবেন এই উইকেট রক্ষক।
এছাড়াও শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই পেসার এবাদত হোসেন ও শরিফুল ইসলামও।

তবে প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার মিজানুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। পিঠের চোটের কারণে নেই অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
এদিকে বিজয়কে উইন্ডিজদের মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজে সুযোগ দেয়ার কথাটি জানিয়েছেন খোদ বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন,
“বিজয়কে (এনামুল) ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের জন্য ভাবা হচ্ছে। ওকে একটু দেখে নিতে চাই। ওকে জায়গা দিতেই মূলত মিজানুর এই ম্যাচে বাইরে থাকছে।
তবে সিলেটের ম্যাচের আগে অনেক জায়গা ফাঁকা হবে। ওয়ানডে দলে যারা থাকবে, তারা চলে যাবে। শেষ ম্যাচে মিজানুরসহ আরও অনেককে দেখতে পারব।”
বাংলাদেশ ‘এ’ দল: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, এনামুল হক, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি।