সুখবর দিলেন মুস্তাফিজ

ছবি:

শ্রীলংকার বিপক্ষে 'এ' দলের সঙ্গে যোগ দিতে আর কোন বাঁধা নেই টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজ যে ম্যাচ খেলার জন্য ফিট সেই ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
জানা গিয়েছে দলের সঙ্গে যোগ দিতে দ্রুতই উড়াল দিবেন তিনি। মুস্তাফিজকে ফিট জানিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তবে দ্বিতীয় ম্যাচের জন্য, ফিজকে পাঠানো হবে সিরিজের তৃতীয় টেস্টের জন্য। অর্থাৎ সিলেটে দলের সঙ্গে যোগ দিবেন এই পেসার।

দেবাশীষ চৌধুরী আরও জানান, কোন প্রকার ব্যথা অনুভব না করলে ৯ তারিখ সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন মুস্তাফিজ। তিনি বলেন,
শনিবার থেকে ফুল রান আপে বোলিং করছেন মুস্তাফিজ। রবিবারও সে বোলিং করেছে, সোমবারও বোলিং করবে সে। যদি সে কোন ব্যথা অনুভব না করে তাহলে তাকে সিলেটে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে পাঠাবো আমরা।
কিন্তু তাকে মাঠে নামানোর আগে আমরা আরেকবার তার ইনজুরি ঘেটে দেখবো। যদি সব ঠিক থাকে তাহলেই সে মাঠে নামবে।
চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে খেলতে গিয়ে দ্বিতীয় বারের মতো ইনজুরিতে পরেন মুস্তাফিজ। যেকারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও মিস করেন তিনি। এমনকি উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারছেন না তিনি।