শ্রীলংকার বিপক্ষে খেলতে যাচ্ছেন এবাদত

ছবি:

বাংলাদেশ 'এ' দলের সঙ্গে যোগ দিতে চট্টগ্রাম যাচ্ছেন টাইগার পেসার এবাদত হোসেন। রবিবার তার 'এ' দলের স্কোয়াডে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
রবিবার তার ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। তবে তাকে একাদশে রাখা হবে নাকি এই ব্যাপারে এখনও কোন নিশ্চয়তা পাওয়া যায়নি।
এর আগে সিরিজের প্রথম টেস্টে দারুণ খেলেছে বাংলাদেশ দল। জাতীয় দল থেকে বাদ পরা দুই ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমান সেঞ্চুরি হাঁকিয়েছেন।

এছাড়াও বোলাররাও সফল ছিলেন প্রথম ম্যাচে। তরুন পেসার সৈয়দ আহমেদ প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। ধারনা করা হচ্ছে দ্বিতীয় ম্যাচেও তাকে একাদশে দেখা যাবে।
আগামী তিন জুন সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু'দল। এরপর সিলেটে সিরিজের শেষ টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং শ্রীলংকা।
বাংলাদেশ 'এ' দল: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান , জাকির হাসান, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন, খালেদ আহমেদ।