সোমবার থেকে বোলিং শুরু করবেন তাসকিন

ছবি:

ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে তাসকিন আহমেদ। বিসিবির চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ইঞ্জেকশনও নিয়েছেন তিনি। বর্তমানে লড়াই শুরু করেছেন মাঠে ফেরার।
কদিন আগেই ফিটনেস ট্রেনিং শুরু করেছেন। জিমে নিয়মিতই নিজেকে ফিরে পেতে কঠিন পরিশ্রম করছেন এই পেসার।
আর আন্তর্জাতিক ক্যারিয়ারে চার বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন দুই তারিখ থেকে অনুশীলন শুরু করবেন তিনি।

তবে পুরোপুরি বোলিং অনুশীলন শুরুর আগে আজ রবিবার মিরপুরে হালকা ওয়ার্ম আপ করেছেন তাসকিন।
মূলত চূড়ান্ত অনুশীলনে নামার আগে নিজেকে হালকা ঝালাই করে নিয়েছেন তিনি।
উল্লেখ্য ২০১৫ সালে ভারতের বিপক্ষে সিরিজ শেষে পিঠের ইনজুরিতে পড়েছিলেন এই তরুণ পেসার। সেই ইনজুরি এখনও ভোগাচ্ছে তাকে।
যেকারনে চলতি বছর বিসিএল চলাকালীন সময় থেকে মাঠের বাইরে আছেন তাসকিন।
তবে তিনি আশাবাদি ইনজুরি থেকে ফিরে আসন্ন উইন্ডিজ সফরে টাইগারদের ওয়ানডে দলে ফিরবেন।