পরিশ্রম করেছি, এখন ফল পাওয়ার সময়ঃ বেনক্রফট

ছবি:

বল টেম্পারিংয়ের দায়ে নিশিদ্ধ হওয়ার পর ৪ মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন অস্ট্রেলিয়ার ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। তবে কয়েকদিনের মধ্যেই ক্রিকেটে ফিরছেন তিনি।
ডারউইনে এক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন তিনি। স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার ক্রিকেটে ফিরলেও এখনও মাঠে নামা হয়নি বেনক্রফটের।
তবে আসন্ন টুর্নামেন্টটির জন্য নিজেকে পুরোদমে প্রস্তুত করছেন তিনি। টেম্পারিং কান্ডের জন্য ইতিমধ্যে নিজেকে ক্ষমাও করেছে এই ডানহাতি ব্যাটসম্যান।

জানিয়েছেন এতোদিন ক্রিকেটে ছিলেন না বলে হতাশায় দিন কাটিয়েছেন তিনি। এমনকি টেম্পারিং কান্ডের জন্য নিজের উপর রাগও উঠেছে তার।
ডারউইনের ক্রিকেটে অংশ নেয়ার আগে এক সাক্ষাতকারে এসব নিয়েই কথা বলেছেন তিনি। জানিয়েছেন পুরোদমে ফিরতে প্রস্তুত তিনি। ব্যানক্রফট বলেন,
'এমনও সময় গিয়েছে আমি হতাশায় দিন কাটিয়েছি, আবার কক্ষনও রাগ উঠেছে নিজের উপর। কিন্তু তারপরও আমি পরিশ্রম করে গিয়েছি এখন ফল পেতে চাই। নিজেকে ব্যস্ত রেখেছি আরও এগিয়ে যাওয়ার জন্য। ডারউইনে যাচ্ছি খেলতে, সেখানে ভালো করবো আশা করছি। '