টি-টুয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

ছবি:

প্রথম টি-টুয়েন্টির পর এবার দ্বিতীয় ম্যাচে আইরিশদের হারালো বাংলাদেশের নারীরা। এদিন ডাবলিনে আইরিশ নারীদের ৪ উইকেটে হারায় বাংলাদেশের নারীরা।
শেষ ওভারে জয়ের জন্য ৬ রানের দরকার ছিল টাইগ্রেসদের। ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেয়ার পাশাপাশি সিরিজ জয় নিশ্চিত করেন সানজিদা ইসলাম।
ডানাহতি এই ব্যাটসম্যান ক্রিজে অপরাজিত থাকেন ১১ রানে। তবে বাংলাদেশের পক্ষে এদিন অর্ধশতক হাঁকিয়েছেন ব্যাটসম্যান শামিমা সুলতানা।

১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে আয়েশাকে হারালেও শামিমা এবং ফারজানা মিলে ৭৫ রানের জুটি গড়েন। ফারজানা ৩৬ করে ফিরলেও শামিমা তুলে নেন ফিফটি।
এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রানের পুঁজি পায় আইরিশরা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন সিসিলিয়া জয়েস।
এছাড়াও ২০ রান আসে অধিনায়ক লওরা ডিরানির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে জাহানারা আলম ১৫ রান দিয়ে নেন ২ উইকেট।
টাইগ্রেস স্কোয়াডঃ রুমানা আহমেদ, সালমা খাতুন, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা ও জাহানারা আলম।
স্ট্যান্ডবাই; জান্নাতুল ফেরদৌস সুমনা, সুরাইয়া আজমীম ছন্দা, মুর্শিদা খাতুন ও লতা মন্ডল।