ছোট রান আপে বোলিং করছেন মুস্তাফিজ

ছবি:

ইনজুরি থেকে সেরে উঠতে পুরোদমে চেস্টা চালিয়ে যাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ঈদের ছুটিতে যাওয়ার আগে বিসিবি চিকিৎসক তাকে বেশ কিছু কাজ ধরে দিয়েছিলেন।
ছুটি শেষে আবারও মিরপুরে ফিরেছেন মুস্তাফিজ। বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন করতে দেখা গিয়েছে তাকে। এদিন ছোট রান আপে বোলিং করছিলেন এই টাইগার পেসার।

জানা গিয়েছে, দ্রুতই ইনজুরি থেকে সেরে উঠছেন তিনি। আর সেরে উঠার জন্য নিজের সেরাটাই দিয়ে চেষ্টা করছেন এই বাঁহাতি পেসার।
সব মিলিয়ে আশা করা যাচ্ছে উইন্ডিজদের মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজে টাইগার দলে থাকবেন তিনি। এর আগে ইনজুরিতে পরার কারণে দুই ম্যাচ টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি তার।
চলতি বছর আইপিএল খেলতে গিয়ে ইনজুরিতে পরেন তিনি। এই নিয়ে দ্বিতীয় বার আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফেরেন মুস্তাফিজ।