কে এই টগেনারিন চন্দরপল?

ছবি:

উইন্ডিজ ক্রিকেটের অন্যতম জনপ্রিয় নাম শিবনারায়ান চন্দরপল। দেশের হয়ে ১৬৪ টি টেস্ট খেলে প্রায় ১২ হাজারের মতো রান করেছেন তিনি।
দীর্ঘ সময় দলের বাইরে থাকলেও ছিলেন ক্রিকেট নিয়েই। কয়েকদিন আগে ক্রিকেটকে বিদায় বলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আর উইন্ডিজ এই লিজেন্ডারি ক্রিকেটারের পুত্র খেলবেন বাংলাদেশের বিপক্ষে।
উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আর এই প্রস্তুতি ম্যাচেই ক্যারিবিয়ানদের হয়ে মাঠে নামবেন টগেনারিন চন্দরপল
২২ বছর বয়সী এই তরুন ক্রিকেটার এখনও জাতীয় দলের হয়ে খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে পারফর্মেন্স দিয়ে নজর কেড়েছেন নির্বাচকদের।

দেশের হয়ে ২০১৪ সালে যুব বিশ্বকাপ খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়াও ঘরোয়া ক্রিকেতে বিগত কয়েক বছর ধরে আলো ছড়িয়ে আসছেন তিনি।
চলতি বছর গায়ানার হয়ে বার্বাডোসের বিপক্ষে সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। গায়ানার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫টি ফিফটি এবং একটি শতক রয়েছে তার। ২৫ ম্যাচে ২৮.৯২ গড়ে এখন পর্যন্ত রান করেছেন তিনি।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেই জাতীয় দলের দরজা খুলে যেতে পারে এই বাঁহাতি ব্যাটসম্যানের। তাই তাকে হালকা ভাবে নিলে চলবে টাইগারদের। এখন দেখা যাক বাংলাদেশের বিপক্ষে নিজের নামের প্রতি কেমন সুবিচার করেন তিনি।
১২ সদস্যের স্কোয়াড:
শামার ব্রুকস (অধিনায়ক), জন ক্যাম্পবেল, টগেনারিন চন্দরপল, জাহমার হ্যামিলটন, শিমরন হ্যাটমিয়ার, আলজেরি জোসেফ, কিউন হার্ডিং, শায়ান মোসলে, গুডকেশ মটি, রোমারিও শেফার্ড, ভিশাল সিং,ওডিন স্মিথ।