হেরেই চলেছে অস্ট্রেলিয়া

ছবি:

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০ ওভারে ২২১/৫ (রয় ৪৪, বাটলার ৬১, মর্গ্যান ১৫, হেলস ৪৯, রুট ৩৫, বেয়ারস্টো ১৪*, মইন ০*; স্ট্যানলেক ১/৪৪, অ্যাগার ০/৩৪, সয়েপসন ২/৩৭, রিচার্ডসন ০/৫৯, টাই ০/৩৭, স্টয়নিস ১/৯)
অস্ট্রেলিয়া: ১৯.৪ ওভারে ১৯৩ (শর্ট ১৬, ফিঞ্চ ৮৪, ম্যাক্সওয়েল ১০, হেড ১৫, কেরি ৩, স্টয়নিস ০, অ্যাগার ২৯, টাই ২০, রিচার্ডসন ০, সয়েপসন ৩*, স্ট্যানলেক ৭; উইলি ১/৩১, জর্ডান ৩/৪২, প্লানকেট ২/৩৪, রশিদ ৩/২৭, মইন ১/৫৮)
ফল: ইংল্যান্ড ২৮ রানে জয়ী
সিরিজ: এক ম্যাচের সিরিজে ইংল্যান্ড জয়ী
ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচেও হেরেছে অস্ট্রেলিয়া। বুধবার সিরিজের একমাত্র টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২৮ রানে হারায় ইংলিশরা।
এজবাস্টনে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। রান তাড়ায় দুই বল বাকি থাকতে ১৯৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার জস বাটলার এবং জেসন রয়ের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ইংলিশরা। ৮.৫ ওভারে ৯৫ রানের জুটি গড়ার পর বিদায় নেন বাটলার।

মাত্র ৩০ বলে ৫ ছক্কা ও ৬ চারে বাটলার করেন ৬১। অন্য ওপেনার রয় ২৬ বলে ৬টি চারে করেন ৪৪। তবে দ্রুত সাজঘরে ফিরেন ইয়ন মরগান।
চতুর্থ উইকেটে জো রুটের সঙ্গে বাটলারের ৭২ রানের জুটিতে দুইশ ছাড়ায় স্বাগতিকদের সংগ্রহ। ২৪ বলে ৪৯ রানে ফিরেন হেলস। রুট ২৪ বলে ৩৫। দুটি ছক্কায় ১৪ রানে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো।
অজিদের পক্ষে অভিষিক্ত লেগ শপীণাড় মিচেল সোয়েপসন ৩৭ রানে নেন ২ উইকেট। ২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আর্চি শর্টকে হারিয়ে বিপদে পরে অজিরা। খানিকপর ম্যাক্সওয়েলও বিদায় নেন।
স্কোরবোর্ডে ৭২ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে সফরকারীরা। তবে তখনও উইকেটে থিতু হয়ে খেলছিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাকে সঙ্গ দেন অ্যাস্টন অ্যাগার।
ফিঞ্চ এবং অ্যাগারের ৮৬ রানের জুটিতে ম্যাচে ফেরার আশা জাগে অস্ট্রেলিয়ার। কিন্তু ৪১ বলে ৬ ছক্কা আর ৭ চারে ৮৪ রান করা ফিঞ্চকে রশিদ ফিরিয়ে দেওয়ার পর আর ম্যাচে ফেরা হয়নি ক্যাঙ্গারুদের।
২৭ রানে ৩ উইকেট নেন রশিদ। রান উৎসবের ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এই লেগ স্পিনার। পেসার ক্রিস জর্ডান ৪২ রানে নেন ৩ উইকেট।