দুই পেরেরায় বাজিমাত শ্রীলংকার

ছবি:

তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে সফরকারী শ্রীলংকা। বার্বাডোস টেস্টে শ্রীলংকাকে ৪ উইকেটে হারায় সুরাঙ্গা লাকমালের দল।
তৃতীয় দিনের শেষ সেশনে খেলতে নেমে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলংকার টপ অর্ডার। আর জয়ের জন্য চতুর্থ দিন লঙ্কানদের প্রয়োজন ছিল মাত্র ৬৩ রান।
তবে তাদের হাতে ছিল ৫ উইকেট। জয়ের লক্ষ্যটাও বেশী না সফরকারীদের, জিতে সিরিজে সমতা আনতে হলে লঙ্কানদের করতে হত মোট ১৪৪ রান।
আর লক্ষ্যটা চতুর্থদিন সহজেই ছুঁয়ে ফেলে সফরকারীরা। তৃতীয় দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ৮১ রান। চতুর্থ দিন সকালে খেলতে নেমেই কুশল মেন্ডিসকে হারিয়ে বিপদে পরে শ্রীলংকা।

কিন্তু সেখান থেকে দলকে উদ্ধার করেন দিলরুয়ান পেরেরা এবং কুশল পেরেরা। দুই পেরেরা দেখে শুনে খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। দিলরুয়ান ২৩ এবং কুশল অপরাজিত থাকেন ২৮ রানে।
ক্যারিবিয়ানদের হয়ে চতুর্থ ইনিংসে একাই দুর্দান্ত বোলিং করেছেন জেসন হোল্ডার। বিদায় করেছেন পাঁচ লঙ্কান ব্যাটসম্যানকে ৪১ রান দিয়ে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে একাই চাপে ফেলেছিলেন তিনি।
এদিকে দ্বিতীয় দিন ৫ উইকেট হারিয়ে ৯৯ রান নিয়ে দিন শেষ করেছিল সফরকারীরা। তৃতীয় দিন ব্যাট করতে নেমে তারা অল আউট হয়েছে মাত্র ১৫৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নিরোশান ডিকওয়েলা।
জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লজ্জায় পরতে হয় স্বাগতিকদের। সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা এবং রাজিতার বোলিং তোপে তারা মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায়।
লাকমাল এবং রাজিতা নেন ৩টি করে উইকেট। এছাড়াও লাহিরু কুমারা নেন ২টি উইকেট। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন কিমার রোচ।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২০৪ রানে অল আউট হয়েছিল উইন্ডিজ। শেন ডরউইচ ৭১ এবং জেসন হোল্ডার দলের পক্ষে করেন ৭৪ রান।