দেশে ফিরেছেন নাসির

ছবি:

প্রায় মাস খানেক পর দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার নাসির হোসেন। মঙ্গলবার তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
গেল মাসের ২৯ তারিখ লিগামেন্টের অস্ত্রোপচার করতে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছিলেন তিনি। সেখানেই তার সফলভাবে অপারেশন হয়েছে।
অবশ্য তার অপারেশনের অর্ধেক অর্থ বহন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বাকি অর্ধেকটা দিতে হয়েছে তাকে। এদিকে সপ্তাহ দুইয়েক আগেই অপারেশন সম্পন্ন হয়েছে তার।

গত ৮ এপ্রিল সিরাজগঞ্জে বন্ধুর বড় ভাইয়ের বিয়ের নিমন্ত্রণে গিয়ে ফুটবল খেলতে নেমে ব্যথা পান নাসির। এমআরআইয়ে ধরা পড়েছে, পায়ের লিগামেন্টই ছিঁড়ে গেছে তার।
অস্ত্রোপচারের জন্য চিকিৎসক খুঁজতে গিয়ে শুরুতে বেশ বেগ পেতে হয়েছে নাসিরকে। শুরুতে দুই মাস সময় দিতে পারবেন না বলে জানিয়েছিলেন তার চিকিৎসক ডেভিড ইয়াং।
পরে ইয়াং আরেক চিকিত্সকের কথা সুপারিশ করেছিলেন। সেই চিকিত্সকও দেড় মাস সময় দিতে পারবেন না বলেছেন। যদিও শেষ পর্যন্ত ইয়াংকেই পান তিনি।
এদিকে অপারেশন শেষ হলেও এখনো স্বাভাবিক হয়নি তার হাঁটাচলা। জানা গিয়েছে পুরোদমে সুস্থ হয়ে ডানহাতি এই অলরাউন্ডারের মাঠে ফিরতে সময় লাগবে অন্তত ছয় মাস।