promotional_ad

লিটনের হুমকি সোহান?

promotional_ad

তিন উইকেট রক্ষক স্কোয়াডে রেখে উইন্ডিজ সফরে গিয়েছে বাংলাদেশ দল। মুশফিকুর রহিম এবং লিটন দাস ছাড়াও দলে রয়েছেন নুরুল হাসান সোহান।


মুশফিকুর রহিম দলের অটো চয়েজ এবং খেলবেন একজন ব্যাটসম্যান হিসেবে। যেকারণে উইকেটের পেছনে থাকতে হবে লিটন অথবা সোহানকে।


তবে সোহানের তুলনায় লিটনকেই এগিয়ে রাখবেন নির্বাচকরা। কারণ টেস্ট দলের নিয়মিত সদস্য তিনি। যদিও সম্প্রতি সময়ে ব্যাট হাতে তার পারফর্মেন্স নজরকাড়া নয়, তবে গ্লাভস হাতে বেশ সফল তিনি।


অন্যদিকে এখন পর্যন্ত ক্যারিয়ারের ১টি টেস্ট খেলা সোহানকেও এই সিরিজ দিয়ে পরখ করে দেখতে পারেন নির্বাচকরা। ২০১৬ সালে সর্বোশেষ টেস্ট খেললেও এই সিরিজ দিয়েই জাতীয় দলে আবারও জায়গা করে নিতে পারেন তিনি।



promotional_ad

একাদশে জায়গা না পেলেও দলের সঙ্গে নিয়মিত আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর লিটন কুমার দাসের ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারাটা সুযোগ বয়ে আনতে পারে সোহানের জন্য।


আর সোহান দলে আছেন ব্যাকআপ উইকেট কিপার হিসেবে। যদি কোনভাবে লিটন ইনজুরিতে পরেন তাহলে সোহানকে কাজে লাগাতে পারবে টাইগাররা। এই হিসেবেই তিন কিপার নিয়ে উইন্ডিজ গিয়েছে টাইগাররা। 


তবে লিটনকে প্রথম টেস্টের একাদশে রেখেও দিতে পারেন নির্বাচকরা। যদি প্রথম টেস্টে লিটন ব্যর্থ হন তাহলে দ্বিতীয় টেস্টে সুযোগ মেলতে পারে তার। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।


আবার উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচের পারফর্মেন্সের বিচারেই একাদশ ঠিক করা হবে প্রথম টেস্টের। তাই সোহান এবং লিটন দুজনই চাইবেন নিজের সেরাটা দিয়ে দলে জায়গা করে নিতে। 



এদিকে যদি মুশফিকুর রহিমকে কিপিংয়ের দায়িত্ব দেয়া হয় তাহলে সাইড বেঞ্চে বসতে হবে দুজনকেই। সেক্ষেত্রে এখন বাড়তি ব্যাটসম্যান বা বোলারকে একাদশে রাখতে পারবেন নির্বাচকরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball