এক দিনেই ২০ উইকেটের পতন

ছবি:

জমে উঠেছে বার্বাডোস টেস্ট। বলতে গেলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দু'দলের মধ্যে। জয়ের জন্য চতুর্থ দিন লঙ্কানদের প্রয়োজন মাত্র ৬৩ রান।
তবে তাদের হাতে রয়েছে ৫ উইকেট। জয়ের লক্ষ্যটাও বেশী না সফরকারীদের, জিতে সিরিজে সমতা আনতে হলে লঙ্কানদের করতে হবে মোট ১৪৪ রান।
তৃতীয় দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৮১ রান। গুনাথিলাকা, ধনঞ্জয় ডি সিলভা ভালো শুরু পেয়েও উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন ক্যারিবিয়ান বোলারদের।
শুধু মাত্র কুশল সিলভা উইকেটে থিতু হয়ে খেলছেন। ব্যক্তিগত ২৫ রানে দিন শেষ করেছেন তিনি। তার সঙ্গী হিসেবে ক্রিজে আছেন দিল্রুয়ান পেরেরা। ১ রানে নট আউট আছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

উইন্ডিজদের পক্ষে অধিনায়ক জেসন হোল্ডার একাই নিয়েছেন ৪ লঙ্কান ব্যাটসম্যানের উইকেট। হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ে কোন লঙ্কান ব্যাটসম্যান উইকেটে থিতু হতে পারেন নি।
দ্বিতীয় দিন ৫ উইকেট হারিয়ে ৯৯ রান নিয়ে দিন শেষ করেছিল সফরকারীরা। তৃতীয় দিন ব্যাট করতে নেমে তারা অল আউট হয়েছে মাত্র ১৫৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নিরোশান ডিকওয়েলা।
জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লজ্জায় পরতে হয় স্বাগতিকদের। সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা এবং রাজিতার বোলিং তোপে তারা মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায়।
লাকমাল এবং রাজিতা নেন ৩টি করে উইকেট। এছাড়াও লাহিরু কুমারা নেন ২টি উইকেট। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন কিমার রোচ।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২০৪ রানে অল আউট হয়েছিল উইন্ডিজ। শেন ডরউইচ ৭১ এবং জেসন হোল্ডার দলের পক্ষে করেন ৭৪ রান।