promotional_ad

মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

promotional_ad

মঙ্গলবার থেকে চার দিনের অঘোষিত টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা 'এ' দলের সিরিজ। চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।


'এ' দলের আসন্ন সিরিজটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। যদিও খেলাটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে না।


তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট এটি। টেস্ট সিরিজের পর দু'দল নিজেদের মধ্যে ৩টি করে ওয়ানডে ম্যাচ খেলবে। আর আগামী কাল থেকে শুরু হতে যাওয়া সিরিজটি গুরুত্বপূর্ণ বাংলাদেশ দল এবং স্কোয়াডে থাকা ক্রিকেটারদের জন্য।


কারণ এই সিরিজ দিয়েই বাংলাদেশ দলে জায়গা করে নেয়ার বড় সুযোগ হাতছানি দিচ্ছে দীর্ঘ সময় পর 'এ' দলে ডাক পাওয়া তুষার ইমরান। ঘরোয়া লীগের পারফর্মেন্স দিয়েই 'এ' দলে জায়গা করে নিয়েছেন তিনি। আর এই সিরিজে ভালো খেললে জাতীয় দলের দরজা খুলেও জেতে পারে তার জন্য।



promotional_ad

এছাড়াও জাতীয় দল থেকে বাদ পরা তিন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার এবং সাব্বির রহমানেরও সুযোগ নিজেকে প্রমান করার। ব্যাট হাতে পারফর্ম করতে না পারায় দল থেকে বাদ পরতে হয়েছে সৌম্য এবং সাব্বিরকে। তবে 'এ' দলে পারফর্ম করে আবারও জাতীয় দলে জায়গা করে নিতে পারবেন তারা।


পাশাপাশি তরুন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন আবু হায়দার রনিম নাইম ইসলাম এবং স্পিনার অপুর সামনেও সুযোগ রয়েছে এই সিরিজ দিয়ে সাদা পোষাকে নিজেদেরকে প্রমান করার। পাশাপাশি টেস্ট দলে ওপেনার হিসেবে জায়গা করে নেয়ার বড় সুযোগ রয়েছে সাদমান ইসলাম এবং সাইফ হাসানের। 


অন্যদিকে এই সিরিজটাকে হালকা ভাবে নিচ্ছে না বাংলাদেশ দল। কারণ শক্তিশালী দল নিয়েই খেলতে এসেছে সফরকারীরা। দিমুথ করুনারত্ন মাস চারেক আগেই খেলে গিয়েছেন বাংলাদেশের বিপক্ষে এখানেই। জাতীয় দলের এই ক্রিকেটার নেতৃত্বে থাকছেন লঙ্কান 'এ' দলের।


সঙ্গে শ্রীলংকার জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা দানুস্কা গুণাথিলাকা, সাদিরা সামারাবিক্রম, লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, এবং লক্ষণ সান্দকানরাও আছেন এই দলে। তাই শ্রীলংকাকে ছোট করে দেখার কোন সুযোগই নেই সাইফ-তুষার ইমরানদের সামনে। 



বাংলাদেশ ‘এ’ দল: মোসাদ্দেক হোসেন সৈকত(অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি।


শ্রীলঙ্কা ‘এ’ দল: দিমুথ করুনারত্নে(অধিনায়ক), দানুস্কা গুণাথিলাকা, সাদিরা সামারাবিক্রম, লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকা, শাম্মু আশান, মনোজ শরথচন্দ্র, প্রাবাথ জয়াসুরিয়া, লক্ষণ সান্দকান, নিশান পেইরিস, শিহান মাদুশঙ্কা, নিসালা থারাকা ও ডিলেস গুনারত্নে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball