বড় বিপদে পড়তে যাচ্ছেন উমর আকমল

ছবি:

২০১৫ সালে বিশ্বকাপ চলাকালীন সময়ে জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন উমর আকমল। এই তথ্য প্রকাশ করার পর বড় বিপদে পড়তে যাচ্ছেন পাকিস্তানের এই ক্রিকেটার।
এক অনুষ্ঠানে টেলিভিশন চ্যানেলকে দেয়া এমন তথ্যের ভিত্তিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জেরার মুখে পড়তে যাচ্ছেন তিনি। মিডল অর্ডার এই ব্যাটসম্যানকে টেলিভিশন চ্যানেলে এমন তথ্য দেয়ার জন্য কারণ দর্শাতে বলেছে পিসিবি।
রোববার এক টিভি সাক্ষাতকারে উমর আকমল স্পষ্ট ভাবে জানিয়েছেন, ২০১৫ বিশ্বকাপে 'দুই বল ছেড়ে দেয়া'র জন্য টাকা অফার করা হয়েছিল তাকে। বাজিগরদের আরেকটি দল তাকে নাকি ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার জন্যও প্রস্তাব দিয়েছিল।

আর এমন তথ্য ফাঁস করার ঘন্টা খানেকের মধ্যেই পাকিস্তানী এই ব্যাটসম্যানকে কারণ দর্শাতে বলেছে দেশটির ক্রিকেট বোর্ড। চলতি মাসের ২৭ তারিখের মধ্যে পিসিবির অ্যান্টি করাপশান ইউনিটের সঙ্গে দেখা করতে বলা হয়েছে তাকে। ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া নিয়ে টিভি সাক্ষাতকারে আকমল বলেন,
'বিশ্বকাপে দুইটি বল ছেড়ে দেয়ার জন্য আমি প্রস্তাব পেয়েছিলাম। তারা আমাকে এর জন্য ২ লাখ ডলার দিতে চেয়েছিল। ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এটা ছিল আমাদের প্রথম ম্যাচ।
প্রকৃতপক্ষে ভারতের বিপক্ষে যে কয়টি ম্যাচ আমি খেলেছি, কোনো না কোনো কোনোভাবে বা ম্যাচ ছেড়ে দেয়ার জন্য আমি টাকার প্রস্তাব পেয়েছি। তবে আমি তাদের বলে দিয়েছি, পাকিস্তানের হয়ে খেলার ব্যাপারে আমি কতটা আন্তরিক। আর যেন আমাকে এসব বলা না হয়, সেই কথাও জানিয়েছি।'
তিন বছর আগে ঘটে যাওয়া এই ঘটনাটি যদি এন্টি করাপশন কর্তৃপক্ষকে উমর আকমল না জানিয়ে থাকেন তাহলে বড় বিপদেই পড়বেন তিনি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারের।