promotional_ad

বড় বিপদে পড়তে যাচ্ছেন উমর আকমল

promotional_ad

২০১৫ সালে বিশ্বকাপ চলাকালীন সময়ে জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন উমর আকমল। এই তথ্য প্রকাশ করার পর বড় বিপদে পড়তে যাচ্ছেন পাকিস্তানের এই ক্রিকেটার।


এক অনুষ্ঠানে টেলিভিশন চ্যানেলকে দেয়া এমন তথ্যের ভিত্তিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জেরার মুখে পড়তে যাচ্ছেন তিনি। মিডল অর্ডার এই ব্যাটসম্যানকে টেলিভিশন চ্যানেলে এমন তথ্য দেয়ার জন্য কারণ দর্শাতে বলেছে পিসিবি।


রোববার এক টিভি সাক্ষাতকারে উমর আকমল স্পষ্ট ভাবে জানিয়েছেন, ২০১৫ বিশ্বকাপে 'দুই বল ছেড়ে দেয়া'র জন্য টাকা অফার করা হয়েছিল তাকে। বাজিগরদের আরেকটি দল তাকে নাকি ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার জন্যও প্রস্তাব দিয়েছিল।



promotional_ad

আর এমন তথ্য ফাঁস করার ঘন্টা খানেকের মধ্যেই পাকিস্তানী এই ব্যাটসম্যানকে কারণ দর্শাতে বলেছে দেশটির ক্রিকেট বোর্ড। চলতি মাসের  ২৭ তারিখের মধ্যে পিসিবির অ্যান্টি করাপশান ইউনিটের সঙ্গে দেখা করতে বলা হয়েছে তাকে। ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া নিয়ে টিভি সাক্ষাতকারে আকমল বলেন,


'বিশ্বকাপে দুইটি বল ছেড়ে দেয়ার জন্য আমি প্রস্তাব পেয়েছিলাম। তারা আমাকে এর জন্য ২ লাখ ডলার দিতে চেয়েছিল। ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এটা ছিল আমাদের প্রথম ম্যাচ।


প্রকৃতপক্ষে ভারতের বিপক্ষে যে কয়টি ম্যাচ আমি খেলেছি, কোনো না কোনো কোনোভাবে বা ম্যাচ ছেড়ে দেয়ার জন্য আমি টাকার প্রস্তাব পেয়েছি। তবে আমি তাদের বলে দিয়েছি, পাকিস্তানের হয়ে খেলার ব্যাপারে আমি কতটা আন্তরিক। আর যেন আমাকে এসব বলা না হয়, সেই কথাও জানিয়েছি।'



তিন বছর আগে ঘটে যাওয়া এই ঘটনাটি যদি এন্টি করাপশন কর্তৃপক্ষকে উমর আকমল না জানিয়ে থাকেন তাহলে বড় বিপদেই পড়বেন তিনি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball