শ্রীলংকাকে চাপে রেখেছে উইন্ডিজরা

ছবি:

প্রথম দিন উইন্ডিজ ব্যাটসম্যানদের বিপক্ষে দাপট দেখিয়েছে লঙ্কান বোলাররা। বিশেষ করে পেস বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি উইন্ডিজ টপ অর্ডার।
লঙ্কান বোলারদের নৈপুণ্যে আগের দিন ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকরা। তবে সেখান থেকে ফিফটি হাঁকিয়ে অধিনায়ক জেসন হোল্ডারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শেন ডরউইচ।
ডরউইচ ৬০ এবং হোল্ডারের ৩৩ রানের উপর ভর করে প্রথম দিন শেষে স্কোরবোর্ডে ১৪৬ রান তুলেছিল তাও ৫ উইকেট হারিয়েই। যদিও বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ৪৭ ওভার।

এই রান নিয়েই দ্বিতীয় দিন খেলতে নেমেছিল তারা। তবে ডরউইচ এদিন শুরুতেই ফিরেছেন সাজঘরে। তার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৭১ রান। ডানহাতি এই ব্যাটসম্যান বিদায় নিলেও নীচের সারির ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন হোল্ডার।
তুলে নেন ফিফটি। কিন্তু শেষ পর্যন্ত উইন্ডিজ দলপতির ৭৪ রানের উপর ভর করে মাত্র ২০৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সফরকারীদের পক্ষে লাহিরু কুমারা একাই নেন ৪টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে উইন্ডিজ বোলারদের তোপের মুখে পরে শ্রীলংকার ব্যাটসম্যানরা। ১৬ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়ে বসেন তারা। সেখান থেকে জুটি গড়ে দলকে উদ্ধার করেন ধানুশকা গুনাথিলাকা এবং কুশল মেন্ডিস।
তবে ব্যক্তিগত ২৯ এবং ২২ রানে দুজনকেও সাজঘরে ফেরায় উইন্ডিজ বোলাররা। এরপর ৯৯ রান নিয়ে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে সফরকারীরা। উইন্ডিজদের হয়ে শ্যানন গেবরিয়েল নেন ২টি উইকেট।