সিপিএলে কোচিং করাবেন প্রোটিয়া সাবেক অধিনায়ক

ছবি:

ক্যারিবিয়ান টি-টুয়েন্টি লীগের দল গায়ানা অ্যামাজন ওয়ারির্সের দায়িত্ব নিয়েছেন দক্ষিন আফ্রিকার সাবেক অধিনায়ক এবং স্পিনার ইয়োহান বোথা। এর আগে খেলোয়াড় হিসেবে সিপিএলে অংশ নিলেও এবারই প্রথম সিপিএলে কোচিং করাবেন তিনি।
এর আগে অবশ্য অন্য লীগ গুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা আছে সাবেক এই ডানহাতি স্পিনারের। পাকিস্তান সুপার লীগে ইসলামাবাদ ইউনাইটেড এবং মুলতান সুলতান্সের কোচ ছিলেন তিনি।
আর ২০১৫ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএলে অংশ নিয়েছিলেন বোথা। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটে ১২৬ উইকেট নেয়া এই স্পিনার দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত।

দায়িত্ব পাওয়ার পর জানিয়েছেন, সিপিএলে খেলোয়াড় হিসেবে দারুণ সময় কাটিয়েছিলেন তিনি। এবার নতুন ভুমিকায় নিজেকে আরও মেলে ধরতে চান। তার ভাষায়,
'এর আগে এখানে খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছিলাম, এবার আমার ভূমিকা ভিন্ন। আশা করছি নিজের দায়িত্বটা ভালো ভাবে পালন করতে পারবো।'
এদিকে বোথাকে হেড কোচের দায়িত্ব দলেও রেয়ন গ্রিফিনকে দায়িত্ব দেয়া হয়েছে সহকারী কোচের। যিনি গায়ানার জাতীয় দল এবং উইন্ডিজ 'এ' দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন আগে।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের স্কোয়াডঃ দেভেন্দ্র বিশু, ইমরান তাহির, চ্যাডউইক ওয়ালটন, সোহেল তানভীর, গজনান্দ সিং, ক্যামেরন ডেলপোর্ট, শিমরন হ্যাটমিয়ার, লুক রনচি, রাশান প্রাইমাস, জেসন মোহাম্মদ, সৌরভ নেত্রবালার, রায়দ এমরিত, অক্ষয় পেরসাউদ, ভেয়াসামি পরমল, শোয়েব মালিক, কেমো পল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।