বার্বাডোস টেস্টের প্রথম দিন লঙ্কান বোলারদের

ছবি:

বল টেম্পারিংয়ের দায়ে নিশিদ্ধ হয়েছেন লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমাল। যেকারণে সিরিজের তৃতীয় টেস্টে খেলা হচ্ছেনা তার।
চান্দিমাল না থাকায় লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন পেসার সুরাঙ্গা লাকমাল। আর তার নেতৃত্বে প্রথম দিন দারুণ বোলিং করেছে সফরকারীরা।
তিন ম্যাচ সিরিজে আগেই ১-০ তে পিছিয়ে ছিল লঙ্কানরা। তৃতীয় টেস্টেও হানা দিয়েছে বৃষ্টি। যেকারণে খেলা হয়েছে মাত্র ৪৬.৩ ওভার।

এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার। আর হোল্ডারের সিদ্ধান্তের সঠিক প্রমান দিতে পারেনি তার দলের ব্যাটসম্যানরা।
স্কোরবোর্ডে ৮ রান যোগ করতেই উপরের সারির ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসে তারা। অধিনায়ক সুরাঙ্গা লাকমালের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি উইন্ডিজ টপ অর্ডার।
এরপর দলীয় ২৪ এবং ৫৩ রানে আরও দুটি উইকেট হারিয়ে বিপাকে পরে স্বাগতিকরা। সেখান থেকে উইন্ডিজদের উদ্ধার করেন শেন ডরউইচ এবং অধিনায়ক হোল্ডার।
দুজন মিলে দেখে শুনে খেলে দলের মান বাচান। ডরউইচ তুলে নেন ব্যাক্তিগত ফিফটি। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৪৬ রান তুলার পর আম্পায়াররা দিনের খেলা বন্ধ ঘোষণা করেন।
ডরউইচ ৬০ এবং হোল্ডার ৩৩ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন। লঙ্কানদের পক্ষে লাকমাল এবং রাজিতা নেন ২টি করে উইকেট। এছাড়াও লাহিরু কুমারা নিয়েছেন ১টি উইকেট।