উইন্ডিজ-বাংলা সিরিজ দেখা যাবে যেসব চ্যানেলে

ছবি:

আগামী মাসেই উইন্ডিজদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে লড়বে বাংলাদেশ দল। আর সেই সিরিজের জন্য নিজেদের পুরোদমে প্রস্তুত করেছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।
পুরোদমে নিজেদের প্রস্তুত করার পরই উইন্ডিজদের বিপক্ষে খেলতে সেখানকার উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগাররা। মূল লক্ষ্য আসন্ন সফর দিয়ে পূর্বের সিরিজগুলোর ব্যর্থতা ঘুচানো।
উইন্ডিজের উদ্দেশ্যে বাংলাদেশ সব ক্রিকেটার দেশ ছাড়লেও দলের সঙ্গে যাননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৬ তারিখ দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
ঈদ করতে স্ত্রী সন্তান সহ নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। সেখান থেকে নতুন কোচের অধীনে টাইগারদের অনুশীলনে তার যোগ দেয়ার কথা থাকলেও পরে আর দেশে ফিরেন তিনি সাকিব।

৪ তারিখ টেস্ট সিরিজ দিয়ে দু'দলের মধ্যকার লড়াই শুরু হবে। দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও ৩টি করে ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ এবং উইন্ডিজরা।
এদিকে আসন্ন সিরিজের সবকটি ম্যাচ সম্প্রচার করবে সনি সিক্স এবং সনি সিক্স এইচডি। এই দুটি চ্যানেল ছাড়াও ফক্স স্পোর্টস, স্কাই স্পোর্টস, উইলো টিভি এবং স্টার ক্রিকেটে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক) তামিম ইকবাল, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী।
স্ট্যান্ড বাই
ইয়াসিন আরাফাত মিশু, আবু হায়দার রনি, নাইম হাসান, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।