দেশে ফিরছেন না সাকিব

ছবি:

ঈদের ছুটিতে বাংলাদেশ দলের বাকি খেলোয়াড়রা দেশে অবস্থান করলেও সন্তান এবং স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র ঈদ করতে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নতুন কোচের অধীনে বাকিরা অনুশীলন শুরু করলেও সাকিব এখনও সেখানেই অবস্থান করছেন।
আসন্ন উইন্ডিজ সফরের জন্য নিজেদের এখন প্রস্তুত করতে ব্যস্ত টাইগার খেলোয়াড়রা। জানা গিয়েছে, শুক্রবার দিবাগত রাত দেড়টায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হবেন তামিম-মুশফিকরা।
তবে দলের সঙ্গে উইন্ডিজ যাচ্ছেন না সাকিব। মুশফিক-রিয়াদরা ২৩ তারিখে দেশ ছাড়লেও বাংলাদেশে না এসে ২৬ তারিখে ফ্লোরিডা থেকে প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগায় উড়াল দেবেন তিনি।
এদিকে নতুন কোচ স্টিভ রোডসের অধীনে মিরপুরে বুধ ও বৃহস্পতিবার অনুশীলন করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুক্রবার সকালেও টাইগাররা নিজেদের আরেকটু ঝালাই করে রাতে ছুটবেন বিমানবন্দরের পথে।

ক্যাম্প শুরু হলে অধিনায়কের দেশে ফেরার কথা থাকলেও আর ফিরেন নি তিনি। তবে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়ে উইন্ডিজ সফরে বাংলাদেশকে সাফল্য এনে দেয়াই থাকবে তার মূল লক্ষ্য।
দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর টেস্টে এখনও অধিনায়কত্ব করা হয়নি সাকিবের। সবশেষ টেস্ট খেলেছেন গত বছর, অস্ট্রেলিয়ার বিপক্ষে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি ইনজুরির কারণে। আর গত বছর সাউথ আফ্রিকা সফরের টেস্ট দল থেকে নিজের নাম সরিয়ে নেন বিশ্রামের তাগিদ অনুভব করায় এ অলরাউন্ডার।
সিরিজের পূর্ণাঙ্গ সূচি-
৪-৮ জুলাই: প্রথম টেস্ট, অ্যান্টিগা
১২-১৬ জুলাই: দ্বিতীয় টেস্ট, জ্যামাইকা
২২ জুলাই: প্রথম ওয়ানডে, গায়ানা
২৫ জুলাই: দ্বিতীয় ওয়ানডে, গায়ানা
২৮ জুলাই: তৃতীয় ওয়ানডে, সেন্ট কিটস
৩১ জুলাই: প্রথম টি২০, সেন্ট কিটস
৪ আগস্ট: দ্বিতীয় টি২০, ফ্লোরিডা
৫ আগস্ট: তৃতীয় টি২০, ফ্লোরিডা
বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান(অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম।
স্ট্যান্ডবাই: ইয়াসিন আরাফাত, আবু হায়দার, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান।