promotional_ad

সালমাদের আলাদা করে পুরস্কার দিবেন প্রধানমন্ত্রী

promotional_ad

কয়েকদিন আগেই এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মত এশিয়া কাপের শিরোপা ঘরে তুলে সালমা-জাহানারারা। 


এশিয়া কাপ জয়ের পরের দিনই দেশে ফিরে আসেন তারা। আর দেশে ফিরে আসার পর হোটেল সোনারগাঁ'তে তাদের সংবর্ধনা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


সেই অনুষ্ঠানেই বিসিবির বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন নারী ক্রিকেটারদের ২ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন। বিসিবির দুই কোটি টাকার আর্থিক পুরস্কারে প্রত্যেক ক্রিকেটার ব্যাক্তিগতভাবে ১০ লাখ করে পাচ্ছেন।



promotional_ad

বুধবার সন্ধ্যায় গণভবনে এশিয়া কাপের স্কোয়াডে থাকা ১৬ ক্রিকেটারের প্রত্যেকের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এরমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার এশিয়া কাপে ভালো পারফর্ম করায় বাড়তি অর্থ পেয়েছেন। 


প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেয়ে দারুণ রোমাঞ্চিত রুমানারা। ওয়ানডে অধিনায়ক সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন। এছাড়াও নিজেদের ভাগ্যবান মনে করেন তিনি।তার ভাষায়, 


‘প্রধানমন্ত্রী আমাদের ডেকেছেন। আমরা দারুণ খুশি। আগে ছেলেদের তিনি ডাকতেন, আমরা দেখতাম। এবার তিনি আমাদের ডাকলেন। আমাদের আদর করলেন। এটা সত্যিই ভাগ্যের ব্যাপার।’



এদিকে বিসিবির পাশাপাশি প্রধানমন্ত্রী খোদ নারীদের আলাদা করে পুরস্কার দিতে চেয়েছেন। তবে সেই পুরস্কার এখন না দিয়ে কিছুদিন পর দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যদিও মেয়েরা কী পুরস্কার পাচ্ছেন, সেই ব্যাপারে জানা যায়নি। টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন জানান,


'প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, ‘তোমাদের পুরস্কারটা বকেয়া রইলো। তোমাদের বিশ্বকাপ বাছাই পর্ব খেলা শেষ হলে নারী ফুটবল দল ও তোমাদের একসঙ্গে পুরস্কার দেওয়া হবে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball