promotional_ad

বিশ্বকাপ বাছাইয়ের জন্য টাইগ্রেস দল ঘোষণা

promotional_ad

কয়েকদিন আগেই ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে টাইগ্রেসরা।


আর সেই আত্মবিশ্বাস নিয়েই আসন্ন সিরিজগুলোর জন্য খেলতে যাবে বাংলাদেশ দল। এছাড়াও আসন্ন কবিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করবেন তারা।


সেই জন্যই চলতি মাসের ২৮ তারিখ থেকে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ও তার পরের মাসে নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



promotional_ad

১৫ সদস্যের স্কোয়াড নিয়ে এশিয়া কাপে গেলেও সেখান থেকে মাত্র একজনকে বাদ দেয়া হয়েছে। তবে তাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই দলে। সেখানে তার সঙ্গে আছেন সুরাইয়া আজমীম ছন্দা, মুর্শিদা খাতুন ও লতা মন্ডলরা।


আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশ নিতে ২৪ জুন দেশ ছাড়বে লাল-সবুজের প্রমীলা ক্রিকেট দল। ২৮ জুন অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয়টি ২৯ জুন। আর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুলাই।


সিরিজ শেষ করে আয়ারল্যান্ড থেকেই বিশ্বকাপ বাছাই খেলতে নেদারল্যান্ডসের বিমান ধরবে ৭ম নারী এশিয়া কাপ জয়ীরা।



টাইগ্রেস স্কোয়াডঃ রুমানা আহমেদ, সালমা খাতুন, নিগার  সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা  আক্তার, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা ও জাহানারা আলম।


স্ট্যান্ডবাই; জান্নাতুল ফেরদৌস সুমনা, সুরাইয়া আজমীম ছন্দা, মুর্শিদা খাতুন ও লতা মন্ডল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball