উইন্ডিজ সফরে টাইগারদের টেস্ট দল ঘোষণা

ছবি:

আগামী মাসেই উইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টুয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে সাকিব আল হাসান-তামিম ইকবালরা।
টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে এই দ্বিপাক্ষিক সিরিজের লড়াই। ইতিমধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সোমবার ঈদের কারণে ক্রিকেটাররা ছুটিতে থাকলেও আসন্ন সফরের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ম্যাচের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে নির্বাচকরা।
আর ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি তরুণ মোসাদ্দেক হোসেন সৈকতের। ইনজুরির কারণে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমানকে। আর প্রথম বারের মত টেস্ট দলে জায়গা পেয়েছেন পেসার আবু জায়েদ রাহী।

এছাড়াও পেসারদের মধ্যে আরও আছেন শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেনরা। এদিকে ২০১৬ সালের নিউজিল্যান্ড সফরের পর টাইগারদের টেস্ট দলে জায়গা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত'র।
এছাড়াও দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। তার সঙ্গে আছেন লিটন দাসও। তবে দলে নেই সাব্বির রহমান এবং সৌম্য সরকারের মত জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা।
এদিকে স্ট্যান্ড বাই হিসেবে দলে আছেন ইয়াসিন আরাফাত মিশু, নাইম হাসান, আবু জায়েদ রাহি, মুস্তাফিজুর রহমান এবং মোসাদ্দেক হোসেন সৈকতরা। উইন্ডিজ সফরের জন্য নির্বাচিত ক্রিকেটাররা ২০ জুন নতুন কোচ স্টিভ রোডসের সঙ্গে কাজ শুরু করবেন।
মিরপুরের হোম অফ ক্রিকেটে নতুন কোচের অধীনে কাজ করার পর ২৩ জুন উইডিজদের দেশে উড়াল দিবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক) তামিম ইকবাল, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী।
স্ট্যান্ড বাই
ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাইম হাসান, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।