টাইগারদের অনুপ্রেরণার উৎস ২০০৯ এর উইন্ডিজ সফর

ছবি:

২০০৯ সালে উইন্ডিজ সফরে গিয়ে টেস্টে তাদেরকে হোয়াইট ওয়াশ করেই দেশে ফিরেছিল সাকিব-তামিমরা। এর ৫ বছর পর আবারও সেখানে খেলতে গিয়ে হতাশায় ডুবেছিল বাংলাদেশ দল।
সেবার তাদের সামনে দাঁড়াতেই পারেনি টাইগাররা। টেস্ট এবং ওয়ানডে সিরিজ দুটোতেই হোয়াইট ওয়াশ হয়েছিল তারা। আর এবার আবারও উইন্ডিজদের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।
২০০৯ সালের উইন্ডিজ সফরের সেই সুখস্মৃতিটাকেই আসন্ন সিরিজের অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। ২০১৪ সালের বাংলাদেশের মত নয় ২০০৯ সালের বাংলাদেশের মত খেলে এবার উইন্ডিজদের মাটিতে সফল হতে চায় রিয়াদ-তামিমরা।
আর আসন্ন সফরটির জন্য নিজেদেরকে পুরোদমে প্রস্তুত করছে টাইগার খেলোয়াড়রা। আর বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানও আশাবাদী উইন্ডিজের মাটিতে ভালো করবে তার দল।

ঈদের ছুটিতে ক্রিকেট থেকে দূরে আসেন সকলেই। আর ঈদ করতে স্ত্রী এবং সন্তান সহ নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। আর এই ছুটির মধ্যে ঈদের তৃতীয় দিন সেখানে এক সংবাদ সম্মেলনে এসব নিয়েই কথা বলেছেন তিনি। সাকিব জানান,
'আশা করি ওয়েস্ট ইন্ডিজ সফর আমাদের ভালো যাবে। বিশ্বাস করি আমাদের সব বিভাগেই যথেষ্ট শক্তি আছে ভালো করার। দেশে সবাই অনেক কঠোর পরিশ্রম করছে, আমি নিশ্চিত আমরা ভালো কিছু করতে পারব। আর ওয়েস্ট ইন্ডিজে আমাদের বেশ কিছু ভালো স্মৃতিও আছে। আশা রাখি সেই স্মৃতি গুলো আবার ফিরে আসবে। '
উইন্ডিজ সিরিজে টেস্ট এবং ওয়ানডেতে ভালো করবে বাংলাদেশ। তবে সম্প্রতি সময়ের টি-টুয়েন্টি দলের পারফর্মেন্স চিন্তার ভাজ ফেলছে সাকিবের কপালে। তারপরও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তারা। সাকিব আরও জানান,
'ওখানে আমাদের ফুল সিরিজ থাকছে। আমি ওয়ানডে ও টেস্ট নিয়ে বেশ আশাবাদী। টি-টুয়েন্টি আমাদের জন্য কঠিন হবে। কারন ওদের কিছু বিশ্ব মানের ক্রিকেটার আছে এই ফরম্যাটে, যারা একা হাতে ম্যাচ জেতাতে সক্ষম।
তাই টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে আমরা ওদের থেকে এগিয়ে থাকলেও টি-টুয়েন্টি কঠিন হবে। আমি মন থেকে বিশ্বাস করি এই দুই ফরম্যাটে ভালো করা সম্ভব, এমনকি সিরিজও জেতা সম্ভব।'