বাংলাদেশ ধারাবাহিক নয়, মানতে নারাজ সাকিব

ছবি:

গেল বছর দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকেই নিজেদের মেলে ধরতে পারছেনা বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকা থেকে খালি হাতে ফেরার পর থেকে এখন পর্যন্ত বড় দলের সাথে কোন সিরিজ জিততে পারেনি সাকিব-তামিমরা।
মাঝে নিদাহাস ট্রফির ফাইনালে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। আর সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে তো হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবেছে বাংলাদেশ দল।
সামনে ক্রিকেট বিশ্বকাপ। আর বিশ্বকাপের আগে এমন পারফর্মেন্স চিন্তার কারণ হতেই পারে। তবে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন হাল ছেড়ে দলে চলবেনা।

দলীয়ভাবে কোন বড় সফলতা না পেলেও ব্যক্তিগত ভাবে ক্রিকেটাররা প্রতিনিয়ত চেষ্টা করছে নিজেদের সেরাটা দিতে। আর আফগান সিরিজের আগে নিদাহাসে ফাইনাল খেলেছি বাংলাদেশ দল।
তাই বাংলাদেশ দল যে ধারাবাহিক না সেটা মানতে নারাজ সাকিব আল হাসান। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এসব নিয়েই কথা বলেছেন টাইগাদের এই টি-টুয়েন্টি এবং টেস্ট দলপতি। সাকিব বলেন,
'আমার কাছে মনে হয় না আমাদের ধারাবাহিকতার অভাব আছে। ২০১৫ বিশ্বকাপ থেকেই দেখেন, আমরা কয়েকটা সিরিজ বাদে ভালো খেলেছি। আমাদের ক্রিকেটারদের ব্যক্তিগত পারফর্মেন্স যদি দেখেন, অনেকেই আছে যারা ইনিংস প্রতি ৪০ থেকে ৫০ গড়ে রান তুলছে।
বিশ্ব মানের ক্রিকেটারাই এমন পারফর্মেন্স করতে পারে। আমাদের এমন বোলারও আছে যারা নিয়মিত উইকেট নিচ্ছে। হ্যা, আমরা শেষ সিরিজে ভালো করতে পারি নি কিন্তু আমরা এর আগের সিরিজেও কিন্তু ফাইনাল খেলেছিলাম। সুতরাং আমি বলব না আমাদের ধারাবাহিকতার অভাব আছে।'