উইন্ডিজে সিরিজ হারলেই র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খাবে বাংলাদেশ

ছবি:

আগামী মাসের শুরুতেই উইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ দল। আর এই সিরিজটা অনেক বেশী গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য।
দক্ষিণ আফ্রিকা সিরিজ, নিদাহাস ট্রফি এবং আফগান সিরিজের ব্যর্থতা ঘুচানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। সিরিজটিতে দুটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি খেলবে সাকিবরা।
আর আসন্ন সিরিজে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে র্যাঙ্কিংয়ে উন্নতি করার। ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজের আগে সবার আগে টেস্ট সিরিজে লড়বে দু'দল।

আর টেস্ট সিরিজে উইন্ডিজকে ২-০ ব্যবধানে জিতলে ৮ রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের। ৭৪ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে তা গিয়ে দাঁড়াবে ৮২ রেটিং পয়েন্টে। আর ৬৮ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা উইন্ডিজদের পয়েন্ট দাঁড়াবে ৬৪।
আর ১-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৭৯ আর উইন্ডিজদের পয়েন্ট হবে ৬৪। সিরিজ 0-0 ড্র হলে আগের পয়েন্টই থেকে যাবে দুই দলের।
অন্যদিকে পয়েন্ট হারানোরও সুযোগ রয়েছে বাংলাদেশের। শুধু তাই নয় র্যাঙ্কিংয়ে অবনতিও হবে তাদের। ১-০ ব্যবধানে সিরিজ হারলে ৯ নম্বরে নেমে যাওয়ার পাশাপাশি ৭২ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে যাবে উইন্ডিজ।
আর ৬৯ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে নেমে যাবে সাকিবরা। আর হোয়াইট ওয়াশ হলে বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৬৬'তে এবং উইন্ডিজদের পয়েন্ট হবে ৭৪।