সবার থেকে নাসিরের ঈদটা আলাদা

ছবি:

প্রায় মাস তিনেক আগে পায়ের লিগামেন্ট ছিড়ে গিয়েছিল জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেনের। যেকারণে মাঠের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার।
বড় ধরনের এই ধাক্কা থেকে সেরে উঠতে অপারেশন করাতে হত তাকে। যেকারণে দ্রুত সুস্থ হতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন তিনি। সেখানেই তার অপারেশন হয়েছে।
অবশ্য তার অপারেশনের অর্ধেক অর্থ বহন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বাকি অর্ধেকটা দিতে হয়েছে তাকে। এদিকে সপ্তাহ খানেক আগেই অপারেশন সম্পন্ন হয়েছে তার।

অপারেশন শেষ হলেও এখনো স্বাভাবিক হয়নি তার হাঁটাচলা। যার ফলে প্রাণবন্ত নাসিরের ঈদ এবার বিছানাতেই বন্দী। তবে সদা হাস্যোজ্জ্বল নাসির তার ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভুলেন তিনি এই অলরাউন্ডার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। এছাড়া নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া চান এই অলরাউন্ডার। নাসির বলেন,
‘আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ঈদে আমি আমার ফ্যামিলি এবং আপনাদের সবাইকে অনেক মিস করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠতে পারি’।
এসময় নিজের ভক্ত সমর্থকদের প্রতি একটি অনুরোধও রাখেন নাসির। সেটি হলো সাবধানে রাস্তায় চলাফেরা করার অনুরোধ। ঈদে দুর্ঘটনা এড়াতেই সমর্থকদের কাছে এই অনুরোধ করেছেন তিনি। নাসির আরও বলেন,
‘আর আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে যে ঈদের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে। তাই আপনারা যারা বাইক বা গাড়ি চালান, তারা একটু সাবধানতার সাথে চালাবেন।’