promotional_ad

লঙ্কানদের জবাব দিচ্ছে উইন্ডিজরা

promotional_ad

সংক্ষিপ্ত স্কোর:


শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৫৩


ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১১৮/২ (ব্র্যাথওয়েট ২২, স্মিথ ৫৩*, পাওয়েল ২৭, হোপ ২*; লাকমল ০/১৫, দনঞ্জয়া ০/১৯, রাজিথা ১/২৫, কুমারা ১/৪৮)



promotional_ad

শ্রীলংকাকে ব্যাট হাতে ভালোই জবাব দিচ্ছে উইন্ডিজরা। দ্বিতীয় দিন শেষে এখনও শ্রীলংকার থেকে ১১৫ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। হাতে রয়েছে ৮ উইকেট। 


বৃষ্টি, ভেজা আউটফিল্ড এবং আলোক স্বল্পতার কারণে পুরো ৯০ ওভার খেলা হয়নি দ্বিতীয় দিন। মাঝে জতটুক সময় খেলা হয়েছে ততটুক সময়ে উইকেটে থিতু হয়ে ব্যাট করেছহেন তিন বছর পর দলে ফেরা ওপেনার ডেভন স্মিথ। 


দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১১৮ রান। ওপেনার স্মিথ ৫৩ ও শেই হোপ ২ রানে ব্যাট করছেন। শুক্রবার বিনা উইকেটে ২ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা। 



দলীয় ৫৯ রানে প্রথম উইকেট হারালেও ক্রিজে টিকে থাকেন স্মিথ। এরপরই দ্বিতীয় উইকেট জুটিতে ৫৬ রান করেন পাওয়েল এবং স্মিথ। পাওয়েল ২৭ রান করে বিদায় নিলেও স্মিথ তুলে নেন ফিফটি।


এরপরই আলোর সল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করা হয়। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৫৩ রানের পুঁজি পায় লঙ্কানরা। লঙ্কান দলপতি দীনেশ চান্দিমাল দলের পক্ষে করেন সর্বোচ্চ ১১৯ রান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball