লঙ্কানদের জবাব দিচ্ছে উইন্ডিজরা

ছবি:

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৫৩
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১১৮/২ (ব্র্যাথওয়েট ২২, স্মিথ ৫৩*, পাওয়েল ২৭, হোপ ২*; লাকমল ০/১৫, দনঞ্জয়া ০/১৯, রাজিথা ১/২৫, কুমারা ১/৪৮)

শ্রীলংকাকে ব্যাট হাতে ভালোই জবাব দিচ্ছে উইন্ডিজরা। দ্বিতীয় দিন শেষে এখনও শ্রীলংকার থেকে ১১৫ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। হাতে রয়েছে ৮ উইকেট।
বৃষ্টি, ভেজা আউটফিল্ড এবং আলোক স্বল্পতার কারণে পুরো ৯০ ওভার খেলা হয়নি দ্বিতীয় দিন। মাঝে জতটুক সময় খেলা হয়েছে ততটুক সময়ে উইকেটে থিতু হয়ে ব্যাট করেছহেন তিন বছর পর দলে ফেরা ওপেনার ডেভন স্মিথ।
দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১১৮ রান। ওপেনার স্মিথ ৫৩ ও শেই হোপ ২ রানে ব্যাট করছেন। শুক্রবার বিনা উইকেটে ২ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা।
দলীয় ৫৯ রানে প্রথম উইকেট হারালেও ক্রিজে টিকে থাকেন স্মিথ। এরপরই দ্বিতীয় উইকেট জুটিতে ৫৬ রান করেন পাওয়েল এবং স্মিথ। পাওয়েল ২৭ রান করে বিদায় নিলেও স্মিথ তুলে নেন ফিফটি।
এরপরই আলোর সল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করা হয়। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৫৩ রানের পুঁজি পায় লঙ্কানরা। লঙ্কান দলপতি দীনেশ চান্দিমাল দলের পক্ষে করেন সর্বোচ্চ ১১৯ রান।