দুই সেশনে বিশ উইকেট নেই আফগানদের

ছবি:

বৃহস্পতিবার নিজেদের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল আফগানিস্তান। আর মাত্র দুইদিনের মাথায়ই অভিষেক টেস্টে হেরে গেল আজগার স্টানিকজাইয়ের দল।
দ্বিতীয় দিনের শুরুতে আগের দিনের ৬ উইকেটে ৩৪৭ রান নিয়ে খেলতে নামে ভারত। খেলতে নেমে প্রথম সেশনে হার্দিক পান্ডিয়ার ফিফটির উপর ভর করে ৪৭৪ রানে অলআউট হয় ভারত।
ভারতের পক্ষে শিখর ধাওয়ান এবং মুরুলি বিজয় সেঞ্চুরির দেখা পান। এছাড়াও হার্দিক পান্ডেয়া করেন ৭১ রান। আফগানদের পক্ষে ইয়ামিন আহমেদজাই ৩টি, ওয়াফাদার এবং রশিদ খান নেন ২টি করে উইকেট।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পরে আফগান ব্যাটসম্যানরা। মোহাম্মদ নবি ছাড়া কোন ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেননি। আসা যাওয়ার মধ্যেই ছিলেন ব্যাটসম্যানরা।
দ্বিতীয় সেশনেই সবকটি উইকেট হারিয়ে বসে আফগানরা। নবির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৪ রান। ভারতের হয়ে রবিচন্দ্র অশ্বিন নেন ৪টি উইকেট। ১০৯ রানে অল আউট হওয়ায় ফলো অনে পরে আফগানিস্তান।
আবারও নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ভারতীয় বোলারদের তোপের মুখে পরে আফগান ব্যাটসম্যানরা। হাসমতউল্লাহ সাইদি এবং আজগার স্টানিকজাই ছাড়া কেউ বড় স্কোর করতে পারেননি।